Komola O Sriman Prithviraj

Moumita

অবশেষে স্লট পেল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’! প্রকাশ্যে সম্প্রচারের দিনক্ষণ

সেই কতদিন আগে প্রকাশ্যে এসেছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র (Komola And Sriman Prithviraj) টিজার। মাসকয়েক আগে প্রোমোও প্রকাশ্যে এসেছে। তবে এতদিন পর্যন্ত সামনে আসেনি ধারাবাহিকের টাইম টেবিল। এর মধ্যে দর্শকরা যখন ‘রামপ্রসাদ’ (Ramprasad) নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সামনে এল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সম্প্রচারের সময় (Slot)। কার জায়গা নিল এই ধারাবাহিকটি (Bengali Serial)।

   

সূত্রের খবর আগামী ১৬ মার্চ থেকে সম্প্রচারিত হবে সিরিয়ালটি। সূত্রের খবর, এবার থেকে ‘খেলনা বাড়ি’র মুখোমুখি হবে সিরিয়ালটি। ‘আলতা ফড়িং’কে প্রতিস্থাপিত করছে সিরিয়ালটি। অর্থাৎ আগামী ১৬ মার্চ থেকে বিকেল সাড়ে ৬ টার স্লটে দেখানো হবে ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’।

যদিও দর্শকরা খুব একটা খুশি নয় এই সিদ্ধান্তে। কারণ তারা এতদিন ‘রামপ্রসাদ’র অপেক্ষায় দিন গুনছিল দর্শকরা। সবাই চাইছিলেন, সব্যসাচীর এই সিরিয়ালটিই আগে দেওয়া হোক। কিন্তু সেই জায়গায় ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’ দেখে একটু হতাশই হয়েছে সবাই।

Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Komola And Shirman Prithwiraj,Time Table,Ramprasad,টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ,পৃথ্বীরাজ,টাইম টেবিল,রামপ্রসাদ,Slot,স্লট

প্রোমোতে যা দেখানো হয়েছিল সেই অনুযায়ী, স্বদেশী আন্দোলনের সময়কার প্রেক্ষাপটে বোনা হয়েছে গল্পের জাল। দেখানো হয়েছে কিশোরবেলার এক দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। তবে প্রশ্ন হল, ছোট পর্দায় পরকীয়া, কূটকচালি বাদ দিয়ে কোনো গল্প কি টিআরপি আনতে পারবে? কারণ এর আগেও ধাক্কা খেতে হয়েছে এরকম অন্য ধারার গল্পকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সিরিয়ালটি প্রযোজনা করেছেন, অ্যাক্রোপলিস। মূখ্য চরিত্রে অভিনয় করছেন, দুই শিশুশিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায় এবং সুকৃত সাহা। এর আগে বহু প্রোজেক্টে কাজ করেছেন অয়ন্যা। উদাহরণস্বরূপ, ‘মিনি’, ‘বোধিসত্বের বোধবুদ্ধি’ এবং করিশ্মা কাপুরের ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ তাকে দেখেছি আমরা।

https://www.instagram.com/p/CowmzsIqAXB/?utm_source=ig_web_copy_link 

অন্যদিকে সুকৃতকে আমরা দেখেছি হইচই-র চর্চিত ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’তে। শ্রীকন্তের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে টিভিতে তার এটাই প্রথম কাজ। এখন দেখার বিষয় এই যে, ছোটদের কাঁধের উপর ভর করে তৈরি হওয়া এই মেগা জি-র ‘খেলনা বাড়ি’কে টেক্কা দিতে পারে কি না!