নিউজশর্ট ডেস্কঃ এই মূল্যবৃদ্ধির বাজারে এখন আর শুধু চাকরি করে সংসার চালানো সম্ভব নয়। তাই বহু মানুষই চাকরির পাশাপাশি ব্যবসা(Business) করে কিছু অর্থ উপার্জন করতে চাইছেন। শুধু ব্যবসা করব এটা ভাবলেই তো চলবে না, তার জন্য দরকার প্রয়োজনীয় প্রস্তুতি। আজকে এই প্রতিবেদনে আপনাকে লাভবান একটি ব্যবসা(Business Idea) সম্পর্কে জানাবো।
আপনি যদি পাউরুটির ব্যবসা করতে পারেন তাহলে ব্যাপারটা মন্দ হবে না। কারণ এতে লোকসানের পরিমাণ অনেক কম। তবে এর আগে দরকার ভালো বিজ্ঞাপন ও মার্কেটিং স্ট্রাটেজি। আপনাকে সবার আগে বুঝতে হবে বাজারে এই চাহিদা এবং সরবরাহ ব্যবস্থা ঠিক কি রকম।
নিজের ব্যবসাকে ভালোভাবে বাড়ানোর জন্য পাইকারি দোকানদার কত দামে প্যাকেট কিনছে, আপনাকে জিনিসটা তৈরি করতে কত খরচ হচ্ছে সমস্ত কিছু জেনে রাখা জরুরী।আর এই ব্যবসা শুরু করার আগে আপনাকে একটি কারখানা তৈরি করতে হবে। এই কারখানা তৈরির জন্য আপনার মেশিন, জমি, বিদ্যুৎ, জলের সুবিধা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী প্রয়োজন হবে।
এছাড়া যেহেতু পাউরুটি একটি খাদ্যদ্রব্য তাই এই ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং FSSAI একেও লাইসেন্স গ্রহণ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন এই ব্যবসা শুরু করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন না হলেও সঠিক পরিকল্পনা কিন্তু একান্তই প্রয়োজন। সঠিক পরিকল্পনা করতে পারলেই আস্তে আস্তে আপনি আপনার ব্যবসাটিকে বড় করতে পারবেন।
শুরুর দিকে আপনি প্রায় পাঁচ লাখ টাকার বিনিয়োগ করতে হতে পারে। আপনার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকলে আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সাহায্য নিতে পারেন। আপনি যদি সঠিকভাবে নিজের ব্যবসা চালিয়ে যেতে পারেন তাহলে এই ব্যবসা করে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ থাকে।