Koushik Dutta

১৮ বছর বয়সে কোম্পানির মালিক, অন্যতম সেরার উদ্যোগের শিরোপা পেলেন এই ভারতীয়

বয়স শুধু সংখ্যা মাত্র। ১৮ বছর বয়সেই কোম্পানি স্থাপন করে নজির গড়লেন উদিত সিংঘল। উনি এমন এক কোম্পানি স্থানপ করেছেন, যা কাঁচের বোতলকে নতুন করে ব্যবহার যোগ্য করতে সক্ষম। অর্থাৎ ফেলা যাবে না কোনও বোতল। পরিবেশ রক্ষার কাজে অগ্রণী ভূমিকা আগামী দিনের পথে। কোম্পানির নাম Glass2Sand. ইতিমধ্যে পেয়েছেন আন্তর্জাতিক সম্মান।