নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ টাকা জমানোর ক্ষেত্রে সবথেকে বেশি নির্ভর করে ব্যাংক(Bank) এবং পোস্ট অফিসের উপরে। আর ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার(State Bank Of India) ওপরে নির্ভরশীলতা বরাবরই বেশি। ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক সব সময় গ্রাহকদের কিছু না কিছু নিত্যনতুন নিয়ম নিয়ে আসে। বেশিরভাগ সময়ে গ্রাহকরা এই নিয়ম সম্পর্কে ওয়াকিবহুল না থাকার দরুন তাদের গাঁটের কড়িও খসে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমনই একটি নিয়ম রয়েছে যেগুলো সম্পর্কে দেশের খুব কম সংখ্যক মানুষই জানেন। তাই আপনিও যদি এই ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি পড়ে ফেলুন। যেকোনো সময় আপনার একাউন্ট থেকে টাকা কেটে যেতে পারে। স্টেট ব্যাংকের নিয়ম অনুযায়ী, যে গ্রাহকের ব্যাংক একাউন্টে টাকা জমা হয়, সেই অ্যাকাউন্ট থেকেও চার্জ কেটে নেওয়া হয়।
কেন কাটা হয় এই চার্জ? মূলত ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা জমা দেওয়ার সময় এই চার্জ ধার্য করা হয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কারণ ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার পাশাপাশি এসবিআই-এর এটিএম মেশিনে নগদ টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। এখানে টাকা জমাতে পারবেন গ্রাহকরা। এজন্য আপনি নিজের ব্যাংকের কোন শাখায় না গিয়েও বাড়ির কাছাকাছি এটিএম থেকে অর্থ জমা করতে পারেন।
তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই মেশিনের টাকা জমানোর সময় সেই টাকা যেন পরিষ্কার থাকে। ছেঁড়া নোট কিংবা খুব পুরোনো নোট মেশিন গ্রহণ করবে না। এভাবে খুব সহজেই মেশিন থেকে টাকা ডিপোজিট করলে আপনার একাউন্টে টাকা সেভ হয়ে যায়। তবে এক্ষেত্রে ২৫ টাকা বা তার বেশি ডিপোজিট চার্য কাটা হয়। সেই টাকার চার্জ বাড়তেও পারে। এইভাবে টাকা লেনদেনের সীমা থাকে ৪৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত। শুধু সেভিংস অ্যাকাউন্ট নয়, আপনি পিপিএফ, আরডি এবং লোন একাউন্টে নগদ টাকা জমা করতে পারেন।