Papiya Paul

মোটা বেতনের চাকরির সুযোগ! অনেক লোক নেওয়া হবে SBI ব্যাঙ্কে, এভাবে করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় খবর। দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(State Bank Of India) কর্মী নিয়োগ করতে চলেছে। তাই এসবিআই অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১-র অধীনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য শুক্রবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহী আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-র মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পদের পরীক্ষা হবে ২০২৩ সালের অক্টোবর বা নভেম্বর মাসে। অনলাইনে পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

   

চলুন তাহলে এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স গত ১ অগাস্ট, ২০২৩ তারিখ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছর হতে হবে।

আবেদন ফি: সাধারণ/ওবিসি/ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে। আর এসসি/এসটি/পিডব্লিউবিডি প্রার্থীদের এই ফি বিনামূল্যে করা হয়েছে।

বেতন: অ্যাপ্রেন্টিস পদে কাজের সময়কাল হবে ১ বছর। এখানে প্রার্থীরা এক বছরের জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন পাবেন।

কিভাবে আবেদন করবেন? 

১. প্রথমে প্রার্থীদের অনলাইনে nsdcindia.org/apprenticeship বা apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে।
২. এরপর “কারেন্ট ওপেনিংস” পোর্টালে গিয়ে ভালো করে পুরো আবেদনপত্রটি পূরণ করতে হবে। সেখানে সমস্ত ডেটা চেক করে ডকুমেন্টস আপলোড করে জমা দিন।
৩. এরপরে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে আবেদন ফি দিতে হবে।
৪. শেষে লেনদেন সফলভাবে সম্পন্ন হলে, ফি ডিটেলস সহ ই-রসিদ এবং আবেদনপত্রটি রেকর্ডের জন্য প্রিন্টনিয়ে রাখতে হবে।

কিছু গুরুত্বপূর্ন তারিখ:
১. অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ- ১ সেপ্টেম্বর, ২০২৩।
২. রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৩।
৩. আবেদনের বিবরণ সংশোধন করার শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৩।
৪. আবেদন প্রিন্ট করার শেষ তারিখ- ৬ অক্টোবর, ২০২৩।
৫. আবেদন ফি প্রদানের তারিখ-১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

তাই আর অপেক্ষা না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।