দিন দিন কমছে গুরুত্ব, কলকাতা থেকে সরানো হচ্ছে SBI দফতর, বিরাট ক্ষতির আশঙ্কা

State Bank of IndiaI Shifting its GMU office from Kolkata to Mumbai

দিন দিন কমছে গুরুত্ব, কলকাতা থেকে সরানো হচ্ছে SBI দফতর, বিরাট ক্ষতির আশঙ্কা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। গোটা দেশে লক্ষাধিক ব্রাঞ্চ থাকার পাশাপাশি ব্যবসায়িক কাজের ক্ষেত্রে কলকাতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার ধীরে ধীরে গুরুত্ব কমছে বাণিজ্যনগরীর। কেন? কারণ সম্প্রতি জানা যাচ্ছে কলকাতা থেকে সরানো হচ্ছে এসবিআই (SBI) এর একাধিক দফতর।

কলকাতা থেকে সরছে SBI এর একাধিক দফতর

এতদিন এসবিআই এর গ্লোবাল মার্কেটিং ইউনিট বা GMU কলকাতায় ছিল। তবে, এবার সেটা সরিয়ে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে। এই দফতরটিতে বিদেশী মুদ্রার লেনদেনের হাসিয়াবীর পাশাপাহী  ব্যাঙ্কের বিদেশী মুদ্রা ক্রয়-বিক্রয়ের কাজও সামলানো হয়। এই দফতর মুম্বাইতে ট্রান্সফার হয়ে যাওয়ার জেরে কলকাতার গুরুত্ব SBI এর কাছে আরও কিছুটা কমে গেল বলেই মনে করা হচ্ছে।

ধাপে ধাপে কমছে কলকাতার গুরুত্ব

এই প্রথমবার যে এমনটা হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। এর আগেও একাধিক দফতর কলকাতা থেকে মুম্বাইতে ট্রান্সফার করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিস, কর্পোরেট অফিস থেকে সেন্ট্রাল স্টেশনারি বিভাগের মত দফতরগুলি।

দফতর স্থানান্তর আটকাতে রাষ্ট্রপতিকে চিঠি

জানা যাচ্ছে, এসবিআই এর কলকাতার গ্লোবাল মার্কেটিং ইউনিটটি যাতে না স্থানান্তর রা হয় তার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুকেও চিঠি দেওয়া হয়েছিল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাচাও’ নাগরিক মঞ্চের তরফ থেকে। এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক ব্যাঙ্ক ইউনিয়ান আইবকের প্রাক্তন সম্পাদক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁর মতে, স্টেট্র ব্যাঙ্কের  প্রাক্তন চেয়ার পার্সন অরুন্ধতী ভট্টাচার্যই এই জিএমইউয়ের কাজ কলকাতায় এনেছিলেন। এরপর বহুবছর ধরেই এখন থেকে চলছিল কাজ। এর আগেও কলকাতা থেকে GMU মুম্বাই সরিয়ে নিয়ে হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সেবার না হলেও এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে।

আরও পড়ুনঃ আর কিছুক্ষণ পড়েই আসবে কালবৈশাখী ঝড়! ভাসবে দক্ষিণের ৭ জেলা, আজকের আবহাওয়া

দফতর স্থানান্তর হলে ক্ষতি আর্থিক ক্ষতির আশঙ্কা

দফতর কলকাতা থেকে অনত্র স্থানান্তর করতে হলে বড়সড় ক্ষতি হবে রাজ্য সরকারের। কিভাবে? উত্তর হল GMU এর থেকে বিদেশী মুদ্রার কেনাবেচার ক্রোকারিজ ও বিলের উপর চার্জ করা জিএসটি থেকেই ২৫ কোটি টাকা আয় করেছে সরকার। যার মধ্যে ৯ কোটি রাজ্যের প্রাপ্য। কিন্তু অফিসই যদি না থাকে তাহলে জিএসটি মিলবে না।

সঙ্গে থাকুন ➥