Govt. Scheme

Additiya

দ্বাদশ শ্রেণী পাশ করলেই মাসে মিলবে ২৫০০ টাকা! শুধু করতে হবে এইটুকু কাজ, বড়োসড়ো ঘোষণা রাজ্য সরকারের

সাধারণ মানুষের কথা চিন্তা করে একের পর এক নয়া প্রকল্প নিয়ে আনছে সরকার। লাভবান হচ্ছেন আমজনতা। কেবলমাত্র পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারই নয়। একের পর এক সুবিধা দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের সরকার। সেই তালিকায় রয়েছে ছত্রিশগড়ও (Chattrisgarh)।

   

বেকার যুবকদের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বেকার ভাতার। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছিলেন সে কথা। লিখেছিলেন, ‘তরুণদের কথা চিন্তা করে বেকার ভাতার রেজিস্ট্রেশন শুরু করা হলো।’। এপ্রিল মাসে এক তারিখ থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন। প্রতিবছর এপ্রিল মাসের ১ তারিখে সেই টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন বেকার যুবকেরা। পশ্চিমবঙ্গ নয় এ ঘোষণা হয়েছে ছত্রিশগড়ে।

মুখ্যমন্ত্রী ভূপেল বাগেল একথা ঘোষণা মাত্রই চটে গিয়েছিলেন বিরোধীরা। তাদের মতে ভোট টানতে নয়া ফন্দি আঁটছে রাজ্য সরকার। তবে এবার কেবলমাত্র টাকা পাওয়াই নয় যুবকদের বেকারত্ব খোঁচাতে উন্নয়ন প্রশিক্ষণ দেবে সরকার। দেওয়া হবে কর্মসংস্থানের সুযোগ।

তবে জানেন কি কারা পাবে এই ভাতা? 

ভাতা পাওয়ার জন্য অবশ্যই ছত্রিশগড়ের বাসিন্দা হতে হবে সেই যুবককে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। উত্তীর্ণ হতে হবে দ্বাদশ শ্রেণী। সবচেয়ে বড় কথা হল যাদের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার মধ্যে রয়েছে কেবলমাত্র তারাই পাবেন এই ভাতা। এখানেই শেষ নয়। এই ভাতা পাওয়ার জন্য প্রথমেই ছত্রিশগড় বেকারত্ব ভাতার ওয়েবসাইটে নিজের নাম নিবন্ধন করতে হবে। এমনকি ন্যূনতম দুবছর হতে হবে আবেদনের যোগ্যতা।

প্রথমেই নিয়োগ অফিসে নিবন্ধন করতে হবে ভাতা প্রাপকে। এরপর মোবাইল নম্বর সহ আধার কার্ড জমা করতে হবে। জুড়ে দিতে হবে ব্যাংক একাউন্ট নম্বরও। বেকার ভাতা পাওয়ার জন্য কর্মসংস্থান অফিসের রেজিস্ট্রেশন কার্ড, দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট, আইন শংসাপত্র, এবং ছত্রিশগড়ের শংসাপত্র সহ একটি পাসপোর্ট সাইজ ছবি জমা করতে হবে। তাহলেই পাবেন সরকারের এই সুবিধা।