Tollywood

Additiya

টলিউড থেকে সোজা বলিউড, হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী ‘রোশনী’

বাংলা ধারাবাহিক (Bengali Serial)  জগতে তিনি পেয়েছেন দর্শকদের ভালোবাসা। আর সে কারণেই ইতিমধ্যেই বহু সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। মাত্র কয়েকদিনের মধ্যেই পেয়েছেন সিরিয়াল প্রেমীদের ভালোবাসা। তবে এবার অন্যরকম ভূমিকায় দেখা পাওয়া যাবে জনপ্রিয় অভিনেত্রী রোশনী ভট্টাচার্যকে (Roshni Bhattacharya)।

   

বাংলা ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল ক্যারিয়ারের প্রথম ইনিংস। আর এবার হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন তিনি। সিনেমা জগতে কান পাতলেই শোনা যাচ্ছে, হিন্দি জি ফাইভ অরিজিনালে ‘আন্ডারকভার’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

বর্তমানে স্টার জলসার পর্দায় ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। জানা যাচ্ছে, এই প্রথমবার হিন্দি ছবিতে কাজ করবেন তিনি আর সে কারণেই তাঁর মধ্যে রয়েছে ভীষণ উত্তেজনা। ভক্তদের খুশির খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,স্টার জলসা,রোশনি ভট্টাচার্য,রাধিকা আপ্তে,Entertainment,Tollywood,Bengali Serial,Roshni Bhattacharya,Star Jalsa,Radhika Apte

সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতি। অভিনেত্রীর এই খুশির খবরে উত্তেজিত তাঁর ভক্তরা। ভালোবাসার কমেন্টে ভরেছে অভিনেত্রীর কমেন্ট বক্স। কেউ লিখেছেন,’অপেক্ষায় থাকলাম’। কেউ আবার লিখেছেন, ‘নতুন রূপে তোমায় দেখতে পাবো এটা জানতে পেরে আমি ভীষণ খুশি’।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,স্টার জলসা,রোশনি ভট্টাচার্য,রাধিকা আপ্তে,Entertainment,Tollywood,Bengali Serial,Roshni Bhattacharya,Star Jalsa,Radhika Apte

উল্লেখ্য, বাংলা বিনোদন জগতে ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে কাজ করে ফেলেছেন এই অভিনেত্রী। ‘প্রেমের কাহিনী’, ‘আলোয় ভুবন ভরা’,’করুণাময়ী রানী রাসমণি’ সহ একাধিক মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এবার নয়া ভূমিকায় দেখা যাবে তাঁকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাধিকা আপ্তেকে। তবে রোশনিকে কোন চরিত্রে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।