পরিযায়ী শ্রমিক ঘরের শিশুদের রোজ পড়াশুনা করিয়ে তবে বেরোন ডিউটিতে, নজির গড়ছেন এই পুলিশ কর্মী

এই লকডাউন এবং অতিমারিতে যেমন নজির গড়ছেন স্বাস্থ্যকর্মীরা, তেমনই নজির গড়েছেন পুলিশ কর্মীরা। যার মধ্যে অন্যতম ব্যাঙ্গালোরের সাব- ইন্সপেক্টর শান্থাপ্পা জেডেম্মানাভার। ইনি ডিউটিতে যাওয়ার আগে রোজ পড়িয়ে বেরোন সমাজে পিছিয়ে পড়া শিশুদের। যাদের মধ্যে বেশির ভাগ পরিযায়ী শ্রমিকের ঘরের। তাঁর মতে, শিক্ষা প্রত্যেক খুদের জন্য দরকারি। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা ইন্টারনেট না থাকা তাদের ভুল নয়। তাই তিনি নিজেই নিয়েছে এই পড়াশোনা করানোর উদ্যোগ।

Avatar

Koushik Dutta

X