Papiya Paul

নতুন বছরেই টলিউডে লাগতে চলেছে ‘মহাযুদ্ধ’! এই যুদ্ধের জন্য দায়ী শুভশ্রী-নুসরাত!

টলিউডে লাগতে চলেছে এক মহাযুদ্ধ। না ঘাবড়ানোর কিছুই নেই। এই যুদ্ধে মারপিট, রক্তারক্তিকান্ড কোনোটাই ঘটবে না। আসলে এই যুদ্ধ হল বক্স অফিসের যুদ্ধ। টলিউডের দুই গ্ল্যামারাস ও প্রতিভাবান অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী ও নুসরাত জাহান। রূপ এবং গুণ, দুই দিক থেকেই একে অপরকে ষোলো আনা টক্কর দিতে পারবে দুজন। আসলে এই দুই অভিনেত্রীর সিনেমা একই দিনে মুক্তি পেতে চলেছে।

   

একদিকে শুভশ্রী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ অন্যদিকে নুসরতের ‘স্বস্তিক সঙ্কেত’ মুক্তি পেতে চলেছে আগামী বছরের ২১ জানুয়ারি। বন্ধুত্ব যতই গভীর হোক না কেন কাজের ক্ষেত্রে কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে রাজি নয়। তাই বোঝাই যাচ্ছে, বক্সঅফিসে যে বাড়বে এক উত্তেজনা। আসলে রাজ চক্রবর্তী পরিচালিত ধর্মযুদ্ধ সিনেমাটি গত দুইবছর ধরে করোনা মহামারীর কারণে মুক্তি পায়নি। তাই সামনের বছরে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে।

এই ছবিতে ফের একবার ডিগ্ল্যাম চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম, পার্নো মিত্র, কৌশিক, প্রয়াত অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত সহ আরও অনেকে। সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মের বিভিন্নতা এরকম নানা কাহিনী দেখা যাবে ছবিতে। যদিও পরিচালক একসময় জানিয়েছিলেন, ছবি যখন তৈরী হয়েছিল তখন দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার খবর উঠে আসছিল। এই ছবিতে কারও পক্ষে বা বিপক্ষে বলা হয়নি। ধর্ম নিয়ে আজন্মলালিত যুদ্ধে যে সামগ্রিক ক্ষতি হয় একজন সাধারণ নাগরিকের সেই কথাই বলা হয়েছে এই ছবিতে।

আর স্বস্তিক সঙ্কেত ছবিতে নুসরাত ছাড়াও রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের লেখা রুদ্র-প্রিয়ম সিরিজের দ্বিতীয় উপন্যাস ‘নরক সংকেত’কে অবলম্বন করেই এই ছবি তৈরী হয়েছে। এই ছবিতেও ফুটে উঠবে রাজনীতির কথা। ইতিমধ্যেই ট্রেলার বেশ জনপ্রিয়তা পেয়েছে। দুই সিনেমায় কন্টেন্ট রাজা। এবার দেখা যাক, এই যুদ্ধে কোন অভিনেত্রী জেতে। সেটা অবশ্যই বোঝা যাবে ২১ জানুয়ারিতে।