টলিপাড়ার (Tollywood) পাওয়ার কাপল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর শুভশ্রী (Subhashree Ganguly)। এই তারকা দম্পতিকে নিয়ে চর্চার শেষ নেই। ভালোবাসার বহিঃপ্রকাশ করতে তারা কোনোদিনই পিছপা হননি। আর সেই রাজ-শুভশ্রী ভালোবাসা দিবস উদযাপন করবেনা তাই কখনও হয়! তাই গতকাল বরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক রোমান্টিক ছবি পোস্ট করলেন শুভশ্রী।
ক্যাপশনে রোম্যান্টিক বার্তা লিখে পোস্ট করলেন আদর মাখা সব মুহূর্ত। কোনো ছবিতে রাজের কাঁধে মাথা রেখেছেন তিনি। তো কোনো ছবিতে আবার রাজের কপালে চুমু একে দিচ্ছেন। আর এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরলও হয়ে যায় নিমেষের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন টলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তী এবং টলি ডিভা শুভশ্রী গাঙ্গুলী। সেই সময় চরম জল্পনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আসলে তার কিছুদিন আগেই রাজ এবং মিমি চক্রবর্তীর প্রেম নিয়ে শুরু হয়েছিল চর্চা। এমতাবস্থায় দুম করে শুভশ্রীকে বিয়ে করতে দেখে অবাকই হয়েছিল সবাই।
এরপর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জানান সন্তান আগমণের সুখবর। তারপর থেকে আর কারো বুঝতে বাকি থাকেনি যে, রাজশ্রী জুটি মূলত একে অপরের পরিপূরক। আর বর্তমানে বছর আড়াইয়ের ইউভানকে নিয়ে তো সুখী গৃহকোণ তাদের।
আর গতকাল অর্থাৎ ভালোবাসা দিবসের দিনেও দেখা গেল সেই ঝলক। একগুচ্ছ স্টিল ছবি নিয়ে একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়েছেন তিনি। কোনো ছবিতে স্বামীর কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তো কোনো ছবিতে স্বামীর আদর খাচ্ছেন। আবার কোনো ছবিতে স্বামীর কপালে এঁকে দিচ্ছেন আদর চুম্বন।
আর এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘তোমার সঙ্গে সব দিনই ভালোবাসার দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে @rajchoco।’ হ্যাশট্যাগে জুড়েছেন ‘#loveonreels’। কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগীদের ভিড়। একজন লিখেছেন, ‘খুব সুন্দর। একে-ওপরের পরিপূরক।’ আরেকজন লিখলেন, ‘রব নে বানা দি জোড়ি’।