ছিল না বাবার সম্মতি, শুরু করেন মোমোর দোকান, আজ ২০০০ কোটির সম্পত্তির মালিক এই কলকাতার যুবক

নিউজশর্ট ডেস্কঃ নিজের মনের জেদ থাকলে যেকোন কঠিন পথ অতিক্রম করা যায়। তবে সেক্ষেত্রে মনের অদম্য ইচ্ছের পাশাপাশি কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। আমাদের দেশে এমন কিছু মানুষ(Kolkata’s Businessman) রয়েছেন যাদের জীবন কাহিনী সত্যিই অনুপ্রাণিত করে। আজকের এই প্রতিবেদনে এমনই এক ব্যক্তির সাফল্যের গল্প(Success Story) আপনাদেরকে জানাবো। এর জন্য অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ে ফেলুন।

এই ব্যক্তি একটা ছোট্ট দোকান খুলে সেখানে মোমো বিক্রি শুরু করেছিলেন। আর তারপরে তার সেই মোমোর দোকানে এত বিক্রি হয়েছে যে তিনি এখন দেশের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। তার কোম্পানি এখন ২০০০ কোটি টাকার ব্যবসা করছে। এই ব্যক্তির নাম সাগর দরিয়ানি। ইনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক করেন। ছোটবেলা থেকে নিজের নামে ব্যবসা খোলার অদম্য ইচ্ছে ছিল তার। কিন্তু তার এই সিদ্ধান্তে কোনদিনই সহমত ছিলেন না তার বাবা।

তিনি যখন তার বাবাকে প্রথম বলেন মোমো বিক্রির কথা তখন তার বাবা রাজি হননি। এরপরে  ২০০৮ সালে সাগর এবং তার বন্ধু বিনোদ কুমার একটি ছোট্ট দোকান থেকে তাদের মোমো ব্যবসা শুরু করেছিলেন। এই ব্যবসাতে তারা দুজনে ৩০ হাজার টাকা বিনিয়োগ করেন এবং এই টাকায় তারা একটি টেবিল ও দুজন শেফ দিয়ে ব্যবসা শুরু করেন। মোমোকে একটি ব্র্যান্ড বানাতে চেয়েছিলেন। আর এরপরেই তিনি শুরু করেন wow momo।

আরও পড়ুন: ১০ হাজার টাকার দোকান থেকে এখন ৩২ হাজার কোটির মালিক, ভারতের এই ব্যবসায়ীর কাহিনী জিতে নেবে মন

এই ব্যবসার ক্ষেত্রে প্রথম দু বছর অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। কারণ তাদের কাছে তখন কোন ফান্ড ছিল না. জায়গাও ছিল না। লোকজন কম ছিল, এরপর দুজনে মিলে একটি বুদ্ধি বের করে। তাদের কোম্পানির নাম ও লোগো দিয়ে তৈরি একটি টিশার্ট সারাদিন পড়ে থাকতেন। যেখানেই যেতেন সেখানে এই টি-শার্টটি পড়তেন যাতে লোকেরা তাদের এই ওয়াও মোমো সম্পর্কে জানতে পারেন।

আরও পড়ুন: একেই বলে প্রকৃত বন্ধু! মাত্র ১০ পয়সার মাছ কিনে শুরু করেন ব্যবসা, এখন কোটিপতি এই কৃষক

এরপর তারা স্টিম মোমোর পরিবর্তে তন্দুরি মোমো, ফ্রাই মোমো বিভিন্ন রকমের আইটেম বাজারে নিয়ে আসে। কলকাতায় যে যাত্রা শুরু হয়েছিল। এরপর তা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট আউটলেট খুলতে থাকে। এখন সারাদেশে ওয়াও মোমোর ফ্রাঞ্চাইজি আউটলেট রয়েছে। প্রত্যেকদিন ৬ লক্ষ মোমো বিক্রি করা হয়। দেশের মধ্যে ২৬ টি রাজ্যে ৮০০-এরও বেশি জায়গায় ওয়াও মোমোর আউটলেট রয়েছে। এই দোকান এখনো পর্যন্ত $68.5 মিলিয়নের ব্যবসা করেছে। অর্থাৎ কোন কাজকে ছোট না মনে করে নিজের কঠোর পরিশ্রম এবং মনের জেদের দ্বারা সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন সাগর।

Avatar

Papiya Paul

X