Sudipa Chatterjee, সুদীপ্তা চট্টোপাধ্যায়

সোনার থেকেও বেশি দামী! ১ লাখেরও বেশি দামের শাড়ি বেচতে গিয়ে কটাক্ষের শিকার সুদীপা

নিউজশর্ট ডেস্কঃ Sudipa Chatterjee Again Trolled On Social Media: বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। একদিকে তিনি যেমন অভিনেত্রী ঠিক তেমনি অন্যদিকে জনপ্রিয় সঞ্চালিকা। এর পাশাপাশি ব্যবসাতেও তুখোড় তিনি। এখানে কথা হচ্ছে ‘রান্নাঘরের রানী’ সুদীপা চ্যাটার্জিকে(Sudipa Chatterjee) নিয়ে। তবে অভিনেত্রীর অভিনয় গুণ বা কাজ নিয়ে নয় বেশিরভাগ সময় তাকে তার নিজের কিছু কর্মকান্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হতে হয়। য

এর আগে কখনো বিলাসবহুল রেস্তোরায় গিয়ে চামচ দিয়ে প্রথমবার পান্তা ভাত খেতে গিয়ে বিরাট সমালোচিত হয়েছিলেন তিনি। আবার কখনো তার নিজের পোশাক, গয়না শো অফ করতে গিয়ে কটাক্ষ শোনেন। এবার ফের চরম কটাক্ষের শিকার হলেন সুদীপা চ্যাটার্জি। এ মুহূর্তে সঞ্চালনা থেকে দূরে গিয়ে নিজের ব্যবসায় মন দিয়েছেন তিনি। আর তাই মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাকে। শাড়ির দোকানের লাইভ ভিডিও করেন অভিনেত্রী।

আবার কখনো শাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকেন। ঠিক যেমন সেদিন একটি বাংলাদেশী ঢাকাই শাড়ির ছবি পোস্ট করেছিলেন, যা দেখার পর চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। ঠিক কি হয়েছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। এদিন  সোশ্যাল মিডিয়াতে তিনি শাড়ির বিজ্ঞাপন দিয়েছেন। এই শাড়ির নাম দেখে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবার জোগাড়। আবার অন্যদিকে এই শাড়ির দাম দেখে মাথায় হাত পড়েছে নেটজনতার।

আসলে সুদীপা এদিন বাংলাদেশি ঢাকাইয়ের কিছু ছবি দিয়েছেন। আর এই শাড়িগুলোর দাম শুরু হয়েছে ৫৫,০০০ টাকা থেকে। আর এই শাড়ির সবথেকে বেশি দাম নাকি ১,৩০,০০০ টাকা। এই শাড়ি নাকি সবসময় চাইলে পাওয়া যাবে না। একেবারে খাঁটি বাংলাদেশী শাড়ি এবং নিতে গেলে এক্ষুনি পেমেন্ট করতে হবে। ১৪০ থ্রেড কাউন্টের প্রত্যেকটি শাড়ি। এই শাড়ি গুলোর নিচে অভিনেত্রী দামও লিখে দিয়েছেন।

আর এই ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কটাক্ষ করে লিখেছেন, “যারা কিনবেন তাদের ছবিগুলো একটু দেবেন, দেখব।” আবার কেউ লিখেছেন, ‘এই শাড়ি পরে বেরোলে তো কেউ কিডন্যাপ করে দেবে।’ যদিও এই ট্রোলিং নিয়ে কোনো মন্তব্য করেননি সুদীপা।

Avatar

Papiya Paul

X