Sukanya Samriddhi Yojana

Papiya Paul

Sukanya Samriddhi Yojana: ৩১ মার্চ শেষ সুযোগ, এই নিয়ম না মানলেই ক্যানসেল সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট

নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতীয় নাগরিকদের সুবিধার্থে একটার পর একটা নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে। তেমনি একটি জনপ্রিয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা(Sukanya Samriddhi Yojana)। ইতিমধ্যে এই দেশের বহু নাগরিক এই যোজনাতে নিজের শিশু কন্যার নাম অন্তর্ভুক্ত করেছেন।

   

তবে আগামী ৩১ শে মার্চের মধ্যে একটি বিশেষ নিয়ম যদি না মানা হয় তাহলে এই প্রকল্পের আওতায় থাকা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে মূলত বাড়ির শিশু কন্যাদের অর্থ সঞ্চয় করা যায়। এক্ষেত্রে পিতা-মাতা তার শিশু কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এখানে অর্থ বিনিয়োগ করে থাকেন। আর এই প্রকল্পে বেশ মোটা টাকা সুদ পাওয়া যায়।

এরপর ওই কন্যার বয়স যখন ২১ বছর হয়। তখন সম্পূর্ণ টাকা সুদসহ রিটার্ন মেলে। তবে এই অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য নূন্যতম ব্যালেন্স রাখা বিশেষ প্রয়োজন। এই ন্যূনতম ব্যালেন্স যদি না রাখা হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। যদিও অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর পুনরায় তা চালু করা যায়। কিন্তু পুনরায় চালু করার সময় জরিমানা দিতে হয় গ্রাহকদের।

আরও পড়ুন: মেয়ে জন্মালেও চিন্তা নেই! সরকারের এই যোজনাতে প্রতি মাসে অল্প টাকা জমালেও মিলবে মোটা টাকা রিটার্ন

তাই এই ঝঞ্ঝাট থেকে মুক্ত থাকার জন্য আগামী ৩১ শে মার্চের মধ্যে ন্যূনতম ব্যালেন্স জমা করে দিতে হবে। এক্ষেত্রে এই যোজনায় সর্বনিম্ন ২৫০ টাকা জমা করতে হয়। এই অর্থবর্ষে যে সমস্ত গ্রাহকেরা এখনো পর্যন্ত নূন্যতম টাকা জমা করেননি, তাদের ৩১শে মার্চের মধ্যে অন্ততপক্ষে ২৫০ টাকা জমা করতে হবে। আর যদি এই অর্থ জমা না করা হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং এই অ্যাকাউন্ট খুলতে আবার ৫০ টাকা জরিমানা দিতে হবে।