‘মারাঠি মুলগি’র চরিত্রে সানি লিওন, মুহূর্তে ভাইরাল ভিডিও

বলিউড অভিনেতা অর্জুন রামপাল তাঁর আসন্ন ছবি ‘দি ব্যাটাল অফ ভীম কোরেগাঁও’তে সম্প্রতি অর্জুন রামপাল এবং সানি লিওনকে দেখা যাবে একসঙ্গে। এই ছবিটি আগামী বছর ২০২১ সালে মুক্তি পাবে। সম্প্রতি সানি লিওন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ছবির গানের একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তিনি ‘মারাঠি মুলগি’র চরিত্রে দেখা যাবে তাঁকে। ভিডিও শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

Avatar

Koushik Dutta

X