Koushik Dutta

২২৫ কিলোমিটার বেগে আছরে পড়ল সুপার টাইফুন ‘গনি’, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

এরকম ঝড় আগে কখনও দেখননি ফিলিপিন্সের বাসিন্দারা। সুপার সাইক্লোনের গতি নাকি ২২৫ কিলোমিটার! গোনির দাপটে বিদ্যুৎ ও টেলিযোগাযোগে হওয়া ক্ষতি সারাতে এখনও যথেষ্ট বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। কিছু দ্বীপের ক্ষতির পরিমাণ আতংক ধরানোর মতো। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্বেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। আপাতত ২০ জনের দেহ মিলেছে বলে খবর।