সোমবার রাতে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে স্ত্রী লতা রাজিনীকান্তের সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী রাজিনীকান্তের দ্রুত সুস্থতার জন্য তার শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী ও বিজেপি নেতার উদ্বেগ
তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই এক্স (পূর্বে টুইটার) মাধ্যমে এ তথ্য শেয়ার করেন, যেখানে তিনি উল্লেখ করেন, “আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীমতী লতা রাজিনীকান্তের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি আমাদের সুপারস্টার রজনীকান্তের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে যে রাজিনীকান্তের অস্ত্রোপচার পরবর্তী অবস্থান স্থিতিশীল ও তিনি দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।”
Our Hon. PM Thiru @narendramodi avl spoke telephonically to Smt. Latha Rajinikanth avl today to inquire about the health of our Super Star Thiru @rajinikanth avl.
Hon PM was informed about the well-being of Thiru Rajinikanth avl post-surgery & Hon PM wished him a speedy… pic.twitter.com/dvneX2IJju
— K.Annamalai (@annamalai_k) October 1, 2024
এখন কেমন আছেন রজনীকান্ত?
বর্তমানে ৭৩ বছর বয়সী এই সুপারস্টার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হার্টের প্রধান রক্তনালী সংক্রান্ত একটি সমস্যার জন্য একটি নন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। যদিও এই পদ্ধতির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে খবর মিলেছে যে রাজিনীকান্তের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চিকিৎসার প্রতি ভাল সাড়া দিচ্ছেন ও আগামী কিছু দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন।
দর্শকদের জন্য অপেক্ষার সময়
ভারতীয় সিনেমার অন্যতম মহান তারকা রাজিনীকান্তের জন্য ভক্তদের উন্মুখ হয়ে থাকার মতো কিছু ছবি রিলিজের অপেক্ষায় রয়েছে। তার আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে লোকেরশ কনগরাজ পরিচালিত “কুলি” এবং টিজে গ্নানাভেল পরিচালিত “ভেট্টাইয়ান” ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রসঙ্গত, রাজিনীকান্তের ফিল্মি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সব সময়ই আলোচনায় বিষয়। তার ফ্যানেদের আগ্রহ ও ভালোবাসা সবসময় তাকে নতুন শিখরে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা আশা করি, রাজিনীকান্ত দ্রুত সুস্থ হয়ে আবার বড় পর্দায় ফিরবেন এবং তার নতুন ছবির মাধ্যমে নতুন রেকর্ড করবেন।