২৫% DA মেটাতে কত খরচ রাজ্য সরকারের? কবে ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে

Supreme Court orders WB Govt to release 25% DA to employees

২৫% DA মেটাতে কত খরচ রাজ্য সরকারের? কবে ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দীর্ঘ লড়াই ও প্রতীক্ষার শেষে কিছুটা হলেও জয়ের হাসি ফুটেছে রাজ্য সরকারের কর্মীদের মুখ। আজ শুক্রবার বকেয়া মহার্ঘ ভাতার একাংশ দেওয়ার জন্য ডেডলাইন দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফ থেকে। চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে বকেয়া DA এর ২৫% মেটানোর জন্য। এবার কত দিনে টাকা দেওয়া হয় সেটাই দেখার অপেক্ষায় কর্মীরা।

কবে থেকে হবে বকেয়া ডিএ গণনা?

যেমনটা জানা যাচ্ছে, বকেয়া ডিএ-র হিসাব শুরু হবে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ, ৫ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ওই সময় থেকে রাজ্য সরকারি কর্মচারীরা যে ডিএ পাননি, তার ২৫ শতাংশ এখনই দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ রাজ্যের সমস্ত কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের পকেটে ঢুকবে চার সপ্তাহের মধ্যেই।

কত টাকা পাবেন সরকারি কর্মীরা?

রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংহভি জানিয়েছেন, এই ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের প্রায় ১০,০০০ কোটি টাকা খরচ হবে। যদিও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কর্মীরা রাজ্যের সম্পদ, তাই অর্থনৈতিক চাপের অজুহাতে তাঁদের ন্যায্য পাওনা আটকে রাখা যাবে না।

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন ৫৫ শতাংশ হারে। ফলে, রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ-র ফারাক রয়েছে ৩৭ শতাংশ। এই নির্দেশ কার্যকর হলে, রাজ্যের কর্মীরা কিছুটা হলেও যেমন স্বস্তি পাবেন তেমনি তাঁদের দীর্ঘদিনের দাবিও আংশিক পূরণ হবে।

আরও পড়ুনঃ বন্ধ মেট্রো, সপ্তাহান্তেই ভোগান্তি যাত্রীদের! কবে আবার শুরু পরিষেবা?

কবে মিলবে বাকি বকেয়া?

২৫% বকেয়া দেওয়ার নির্দেশ দেওয়া হলেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সেটা হল তাহলে বাকি ৭৫% কবে পাওয়া যাবে? এই প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, বকেয়া ডিএ-র বাকি ৭৫ শতাংশ মেটানোর বিষয়টি মামলার পরবর্তী শুনানির ওপর নির্ভর করবে। আগামী অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। তাই আশা করা হচ্ছে সেই দিনেই হয়তো পরবর্তী কিস্তির নির্দেশ দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥