Koushik Dutta

ওপর মহলে হাত না থাকলে পাবেন না ICU বেড, সমীক্ষায় উঠে এল এমনই তথ্য

করোনা অতিমারির মধ্যে সমাজের একটা অংশ শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এমনই এক তথ্য উঠে এল সমীক্ষা থেকে। লোকাল সার্কেল নামক একটি সংস্থা সমীক্ষা চালিয়েছিল কারা আইসিইউ বেড পাচ্ছেন, আর কারা পাচ্ছেন না এটা জানতে। এই সমীক্ষা শেষে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের ৪ শতাংশ রুগী আইসিইউ বেড পেয়েছেন। সেখানে ওপরতলায় হাত থেকে ৭৮ শতাংশ ব্যক্তি পেয়েছেন এই আধুনিক চিকিৎসা ব্যবস্থা।