আগে আমরা ভারতীয়, পরে আমরা বাঙালিঃ প্রাদেশিক রাজনীতির বিরুদ্ধে বললেন শুভেন্দু

হলদিয়ায় বিপ্লবী সতীশ সামন্তের ১২১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাদেশিকতার বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে নাম না করে বিঁধলেন মমতা বন্দোপাধ্যায়কেও। তিনি বলেছেন, ‘সতীশ সামন্ত কোনোদিন নেহেরুকে বহিরাগত ভাবেননি। নেহেরুও সতীশ সামন্তকে অহিন্দিভাষী বলে মনে করেননি। দু’জনের প্রচেষ্টাতেই আজ এই হলদিয়া বন্দর। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।’

Avatar

Koushik Dutta

X