৪ হাজার কোটির টাকারও বেশি ব্যয় করে তাজপুরে বন্দর করার পরিকল্পনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও এর জন্য কোনও জমি অঅধিগ্রহণ করা হবে না বলেও তিনি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী এর প্রেক্ষিতে বলেছেন, ‘বন্দর নির্মাণের জন্য জমি দরকার৷ সরকারের জমি নিতী ভ্রান্ত। ভাঁওতা।’