গ্রাম ছেড়ে এবার খাস কলকাতায়। শুভেন্দু অধিকারীর অনুগামীরা পোস্টার বসিয়েছেন শহরে। তাতে লেখা ‘বিনম্রতায় হও অবনত, প্রতিবাদে ঠিক হবে তত উদ্ধত। মধুলোভী করে ক্ষমতা মিছিল, তুমি ছুঁড়ে দাও মৌচাকে ঢিল। দেহরক্ষীর ঘেরাটোপে ওরা, শুধু আজ গদি আগলায়। তুমিই আবার সূর্য জ্বেলেছো, সকাল আনবে বাংলায়।’