বলিউড,বিনোদন,তাপসী পান্নু,অনুরাগ কাশ্যপ,দোবারা,বয়কট ট্রেন্ড,Bollywood,Entertainment,Tapsee Pannu,Anurag Kashyap,Dobara,Boycott Trend

Moumita

‘এইসব বয়কট ট্রেন্ড আমার কাছে মজা!’ এবার দর্শকদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী তাপসী পান্নু

বেশ কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং “বয়কট বলিউড”। একাংশের মতানুসারে জনতার এই রোষের প্রত্যক্ষ কারণ খোদ ইন্ডাস্ট্রি। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগ মানতে নারাজ বলিউড। আর ইতিমধ্যেই বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুলেছেন আমির খান, অক্ষয় কুমার, একতা কাপুর, অর্জুন কাপুরের মতো বিশিষ্ট তারকারা।

   

যদিও শুকনো কথায় চিঁড়ে ভেজেনি। সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে “#বয়কটবলিউড” ট্রেন্ড। এখনও পর্যন্ত এই বয়কট ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। মেগা বাজেটের এই ছবিটি দীর্ঘ ২০০ দিন ধরে শুটিং করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু দুঃখের বিষয়, জনতা জনার্দন একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে।

তবে এই ঝড় এখানেই থেমে নেই, মুক্তি প্রতিক্ষিত বেশ কয়েকটি ছবিও রয়েছে বয়কট প্রবণতার মুখে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শাহরুখ খানের ‘পাঠান’ এবং আলিয়া রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’। দর্শকদের যা রণচণ্ডী ভাবমূর্তি তাতে করে বেশ ভয়েই রয়েছে নির্মাতারা। এমতাবস্থায় এই বিতর্কের সলতে আরেকটু উসকে দিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসেছেন অভিনেত্রী তাপসী পান্নু।

বলিউড,বিনোদন,তাপসী পান্নু,অনুরাগ কাশ্যপ,দোবারা,বয়কট ট্রেন্ড,Bollywood,Entertainment,Tapsee Pannu,Anurag Kashyap,Dobara,Boycott Trend

প্রসঙ্গত, আজকেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী অভিনীত ‘দোবারা’। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহল থেকে। সম্প্রতি নিজের ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী এবং প্রযোজক একতা কাপুর। কলকাতায় এসে কালীঘাটে পুজোও দিয়েছিলেন তাপসী।

এইদিনই সাংবাদিক সম্মেলনে সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ‘দোবারা’র অভিনেত্রী। তাপসীর কথায়, ”বয়কট ব্যাপারটা নিয়ে এখন আর ভয় লাগে না। কারণ, এটা কোনও বিষয়ই নয়। আপনার পছন্দ হলে ছবিটা দেখবেন, না হলে দেখবেন না। কিন্তু প্রশ্ন হল, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখার পর ছবি দেখবেন কিনা তা ঠিক করবেন, এ ধরনের আচরণ দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন তোলে! আমি এসবে খুব একটা পাত্তা দিই না। ”

বলিউড,বিনোদন,তাপসী পান্নু,অনুরাগ কাশ্যপ,দোবারা,বয়কট ট্রেন্ড,Bollywood,Entertainment,Tapsee Pannu,Anurag Kashyap,Dobara,Boycott Trend

পাশাপাশি গুঞ্জন উঠেছে যে, তাপসীর এই ছবি আসলে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি ‘মিরাগে’র রিমেক। যদিও এই তথ্য উড়িয়ে দিয়ে তাপসী জানান, ‘এই ছবির কথা শুরু হয় ২০১৮ এর মার্চে। আর স্পেনের ছবিটি রিলিজ হয়েছে ২০১৮ এর নভেম্বরে। দোবারা কোনো ছবির কপি বা অনুপ্রাণিত কোনোটাই নয়”। প্রমোশন চলাকালীন তাপসী নিজের ছবির স্ট্রং এফেক্ট ফেলতে চাইলেও অনেকেই খুশি নয় তার মন্তব্যে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ প্রশ্ন তুলেছে অভিনেত্রীর ঔদ্ধত্য নিয়ে।