Papiya Paul

জগদ্ধাত্রীকে হারিয়ে দিল ফুলকি-শ্রাবণ! সেরা তিনে কোন কোন সিরিয়াল? রইল ধামাকাদার TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ Target Rating Point List Of Bengali Serial: প্রত্যেকদিন দর্শকদের টিভির সামনে বসতে বাধ্য করে বাংলা সিরিয়ালগুলো(Bengali Serial)। আর প্রত্যেক বৃহস্পতিবার হল বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণের দিন। এই সপ্তাহেও চলে এসেছে টার্গেট রেটিং পয়েন্ট-এর(Target Rating Point) লিস্ট। জি বাংলা(Zee Bangla) এবং স্টার জলসা(Star Jalsa) একে অপরকে কড়া টক্কর দেওয়ার পর টিআরপি তালিকা(TRP List) প্রকাশ্যে এসেছে। এই লিস্ট দেখেই সমস্ত কিছু জানতে পারেন দর্শকেরা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকায় কার ভাগ্য খুললো আর কে পিছিয়ে পড়লো!

   

বিগত কয়েক সপ্তাহ ধরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই লড়াই চলছে মূলত তিনটে সিরিয়াল অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী এবং ফুলকির মধ্যে। একটানা বাংলার সেরা ধারাবাহিক হওয়ার পরে মাঝখানে স্থানচ্যুত হয়েছে অনুরাগের ছোঁয়া। তবে এবার ডিএনএ রিপোর্ট প্রকাশ্যে আসা মাত্রই আবার বাংলার সেরা ধারাবাহিক হয়েছে সূর্য-দীপার এই কাহিনী ‘অনুরাগের ছোঁয়া’। ৮.৮ পয়েন্ট পেয়ে এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক।

আবার ৮.৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ‘ফুলকি’। তবে জগদ্ধাত্রী কোথায়? ভাবছেন যে নিশ্চয়ই তিন নম্বর স্থানে জায়গা হয়েছে ‘জগদ্ধাত্রী’ র। তবে সেটা নয়, ‘আমি বেহায়া’ এপিসোড দেখানোর পর তৃতীয় স্থানের জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’। আর চার নম্বর স্থানে জায়গা পেয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.০ পয়েন্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলা সিরিয়ালের সেরা দশের তালিকায় কোন কোন সিরিয়াল জায়গা করে নিয়েছে।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া – ৮.৮ প্রথম
ফুলকি – ৮.৩ দ্বিতীয়
নিম ফুলের মধু – ৮.২ তৃতীয়
জগদ্ধাত্রী – ৮.০
রাঙা বউ – ৭.৫

কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল – ৬.৭
খেলনা বাড়ি – ৬.৪
Love বিয়ে আজকাল – ৬.১
তুঁতে – ৬.০
বাংলা মিডিয়াম – ৫.৫

জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিক নিয়ে বেশ তর্ক কবিতর্ক চললেও প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ধামাকা করছে এই সিরিয়াল। আগামী দিনে প্রথম পাঁচে দেখা যাবে এই সিরিয়ালকে। এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৫.৮ পয়েন্ট, আর দিদি নাম্বার ওয়ানে র ঝুলিতে এসেছে ৫.৭ পয়েন্ট।