সূর্য-দীপা এক হয়েও হাতছাড়া ফাস্ট পজিশন! জগদ্ধাত্রীকে টেক্কা ফুলকি-পর্ণার, রইল ওলটপালট TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ বাংলা জুড়ে এখন সিরিয়ালের(Bengali Serial) রমরমা। প্রতিটি বাড়িতে সন্ধ্যে হলেই টিভির পর্দায় চলে এই সিরিয়ালগুলি। তবে সব সিরিয়াল পছন্দের হয় না সকলের। অল্প সিরিয়ালই টিকে থাকতে পারে দীর্ঘকাল। এই সিরিয়ালের টিকে থাকা- না থাকা সবটাই নির্ভর করে টিআরপি অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্টের(Target Rating Point) ওপর।

আর এইদিন সেই টার্গেট রেটিং পয়েন্টের লিস্টই আসল প্রকাশ্যে। যা নিয়ে রীতিমত উচ্ছসিত বাঙালি দর্শকেরা। স্টার জলসা হোক কিংবা জি বাংলা সকল ধারাবাহিকের ভবিষ্যতই নির্ভর করে এই TRP লিস্টের উপর। এই লিস্টে নম্বর কমা মানেই বাতিলের খাতায় চলে যাওয়া। আর নম্বর ভালো মানেই দীর্ঘকাল টিকে থাকা।

আর এইবারেও এই লিস্টে প্রথমেই রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার রসায়নে এখনও মজে বাঙালি দর্শক। সেই কারণেই ৮.৩ পয়েন্ট সহ আবারো বেঙ্গল টপার হল অনুরাগের ছোঁয়া। অবশ্যই এরপরেই রয়েছে ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’। ৭.৬. নিয়ে তারা দুজনেই দখল করেছে দ্বিতীয় স্থান। জনপ্রিয়তা কিছুটা হারিয়ে ৭.৫ পয়েন্টে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। চতুর্থতে রয়েছে শিমুলের কাহিনী, ‘কার কাছে কই মনের কথা’। আর পঞ্চমে রয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত ‘জল থই থই ভালোবাসা’।

আসলে বিগত কয়েক সপ্তাহ ধরে বহু বদল ঘটেছে ধারাবাহিকগুলির টাইম স্লটে। একদিকে কিছু পুরনো সিরিয়ালের সময় যেমন বদলেছে, তেমনি অন্যদিকে আবার পুরোনো সিরিয়াল বন্ধ হয়ে এসেছে নতুন সিরিয়ালও। যেমন টিআরপি ও গল্প ভালো হলেও বদলে গিয়েছে ইচ্ছে পুতুলের সম্প্রচারের সময়।
আসুন এবারে জেনে নিন TRP লিস্টে থাকা সেরা ১০ বাংলা সিরিয়ালের নাম-

অনুরাগের ছোঁয়া – ৮.৩ প্রথম
নিম ফুলের মধু, ফুলকি – ৭.৬ দ্বিতীয়
জগদ্ধাত্রী – ৭.৫ তৃতীয়
কার কাছে কই মনের কথা – ৬.৯
জল থই থই ভালোবাসা – ৬.৫

Love বিয়ে আজকাল, রাঙা বৌ, তুঁতে – ৬.৪
সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল – ৬.২
তোমাদের রানী – ৫.৫
ইচ্ছে পুতুল – ৫.৪
বাংলা মিডিয়াম – ৫.৩

বাঙালি দর্শকরা ধারাবাহিক ছাড়াও রিয়েলিটি শো দেখতেও ভালোবাসেন। সেই কারনেই এই মুহূর্তে তারা মজে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত দাদাগিরি নিয়ে।

Papiya Paul

X