Koushik Dutta

নদীর জলে ভেসে গেল করোনা বিধি, শয়ে শয়ে মানুষ এলেন তর্পণে

করোনা বিধি যেন সোনার পাথর- বাটি। মহালয়ার দিন ভোরে যথারীতি ভীড় জমল নদীর ঘাটে ঘাটে। শয়ে শয়ে মানুষ এলেন। জমায়েত করলেন। সামাজিক দুরত্ব প্রায় নেই বললেই চলে। হাতে গোনা কয়েক জনের মুখে শুধু মাস্ক। কলকাতার ঘাটেও এলেন বহু মানুষ। হুগলী নদীর ঘাটেও এলেন হিন্দুরা। পবিত্র ডুব দিলেন নদীর জলে।