Nabanna Annouces to hold money distribution for Taruner Swapno Scheme

দেওয়া হবে না টাকা! আচমকাই বড় সিদ্ধান্ত নবান্নের, বিজ্ঞপ্তি দেখেই আশাহত একাদশ-দ্বাদশের ছাত্ররা

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের সরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পড়াশোনার সুবিধার জন্য ‘তরুনের স্বপ্ন’ প্রকল্পে ১০,০০০ টাকা করে দেওয়া হয়। এই টাকা দিয়ে পড়ুয়ারা স্মার্টফোন বা ট্যাব কিনতে পারে। ২০২১ সালে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য চালু হলেও এবছর জানানো হয়েছিল যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। সেইমত সমস্ত পক্রিয়ায় সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আচমকাই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল সরকার।

আচমকাই স্থগিতাদেশ ‘তরুনের স্বপ্ন’ প্রকল্পের টাকা

রাত পোহালেই টাকা ঢোকার কথা ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। জুলাই মাস থেকেই এর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মোট ১,৩৩৩ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তেই ট্রেজারীদের নির্দেশ দেওয়া হয় টাকা পাঠানো স্থগিত রাখার জন্য।

কেন দেওয়া হচ্ছে না টাকা?

এবছরেই প্রথম একাদ্বশ শ্রেণীর জন্য টাকা ঘোষণা করা হয়েছিল। তবে আপাতত টাকা দেওয়ার পদ্ধতি স্থগিত রাখা হয়েছে। হটাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? এই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। তবে যেমনটা জানা যাচ্ছে প্রশাসনিক কারণেই টাকা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত শিক্ষার দিবসের সংবর্ধনা অনুষ্ঠান

শুধু যে টাকা দেওয়া স্থগিত করা হয়ছে তা কিন্তু নয়। মূলত শিক্ষক দিবস অর্থাৎ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যেমনটা জানা যাচ্ছে এবছর স্কুলে শিক্ষক দিবসে বড় করে কোনো অনুষ্ঠান হবে না বরং একেবারে অন্যভাবে পালিত হবে। এবছর RG Kar এর ঘটনার কারণে কালো ব্যাচ পরে কালো প্যান্ডেলে শিক্ষক দিবস উদযাপন করা হবে।

আরও পড়ুনঃ সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বড় বদল! না মানলেই বন্ধ হবে অ্যাকাউন্ট, মা-বাবারা অবশ্যই দেখুন

স্বাভাবিকভাবেই একদিন আগে এমন একটা খবর প্রকাশ্যে আসতে আশাহত হয়েছে ছাত্রছাত্রীরা। অনেকেই হয়তো ঠিক করে নিয়েছিল যে ট্যাব বা স্মার্টফোন কিনবে। তবে টাকা দেওয়া আপাতত স্থগিত রাখা হলেও টাকা দেওয়া হবে না এমনটা বলা হয়নি। তাই আশা করা হচ্ছে শীঘ্রই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে কবে টাকা দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তবে আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X