বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা ডেবিউ করার সাথে সাথেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছিলেন। আবার কেরিয়ারের সপ্তম আকাশে থাকা এই তারকারা হঠাৎ করেই উধাও হয়ে গেছেন। এরকমই এক অভিনেত্রী হলেন কিমি কাটাকর (Kimi Katkar)। ৯০-র দশকে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করেছিলেন।
সে সময় কিমি কাটকার টারজান গার্ল (Tarzan Girl) নামেই সর্বত্র পরিচিত ছিলেন। যদিও খুব বেশিদিন বা খুব বেশি ছবিতে তিনি অভিনয় করেননি, তবে যে কয়টি ছবিতে অ্যাক্টিং করেছেন তাতেই উন্মাদনা ছড়িয়েছেন। খুব অল্প সময়েই দর্শকদের পাগল করে দিয়েছিলেন কিমি কাটকার (Kimi Katkar)।
জেনে অবাক হবেন যে, কিমি কাটকার মাত্র ২০ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন। ৯০-র দশকে খুব কমই ছিলেন, যারা সেই সময়কালেও সাহসী দৃশ্য দিতে দ্বিধা করেননি। কিমি ছিলেন তাদের মধ্যে অন্যতম। তবে কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান।
১৯৮৫ সালে ‘পাথর দিল’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও এই ছবিতে লিড রোল নয়, বরং একটি সহকারি চরিত্রে দেখা গেছিল তাকে। এর পরে তাকে অনেক ছবিতে দেখা গেলেও ‘টারজান’ ছবিটি কিমিকে রাতারাতি তারকা করে তোলে।
তবে এই সাফল্য বেশিদিন থাকেনি। কেরিয়ার গতি নিতে না নিতেই হঠাৎ করেই বিয়ে করে ফেলেন তিনি। ১৯৯২ সালে তিনি ফটোগ্রাফার এবং বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা শান্তনু শৌরিকে বিয়ে করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈষম্যের কারণে তিনি ফিল্ম জগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।