৩ দিনে ২৪,০০০ কোটি! কর্মীদের বেতন বৃদ্ধি আটকে দেওয়ার মাঝেই বড়সড় লাভের মুখ দেখল TCS

TCS earns Rs 24114 crore in just 72 hours

৩ দিনে ২৪,০০০ কোটি! কর্মীদের বেতন বৃদ্ধি আটকে দেওয়ার মাঝেই বড়সড় লাভের মুখ দেখল TCS

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে অন্যতম কনসালটেন্সি সার্ভিস বা TCS। শুধুই একটি বড় কোম্পানি নয়, রতন টাটার কোম্পানি হিসাবেও অনেকেই চেনেন এই প্রতিষ্ঠানকে। এছাড়া দেশের যুবসমাজের কর্মসংস্থান করে থাকে এই কোম্পানি। সাধারণত এপ্রিল মাসে কোম্পানির তরফ থেকে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়ে থাকে। তবে এবছর এখনও পর্যন্ত এই নিয়ে কোনো খবর পাননি TCS কর্মীরা। এরই মাঝে এল বড় খবর!

বেতন বৃদ্ধির অনিশ্চয়তা TCS এ

সম্প্রতি চতুর্থ কোয়ার্টারের আর্থিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে টিসিএসের। তবে এর সাথেই বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। করোনা মহামারীর পর দ্বিতীয়বার এমনটা হল। এই প্রসঙ্গে, কোম্পানির চিফ হিউম্যান রিসার্চ অফিসার জানিয়েছেন, আর্থিক অনিশ্চয়তার কারণে বেতন বৃদ্ধি সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে এরই মাঝে ভালো খবর এল কোম্পানির জন্য।

৭২ ঘন্টায় ২৪ হাজার কোটি এল TCS এর ঘরে

বিগত ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে মাত্র ৭২ ঘণ্টায় ২৪,১১৪.৫৫ কোটি টাকার মার্কেট ক্যাপ বেড়েছে টিসিএসের। গত সপ্তাহের বৃহস্পতিবার যেখানে শেয়ারের দাম ছিল ৩,২৯৭.৪০ টাকা, সেখানে আজ শেয়ারের দাম ৩,৩২১.৬০ টাকা। শুধু তাই নয়, এই সময়ের মধ্যেই সেনসেক্স ৪.৫১% ও নিফটি ৪.৪৮% বৃদ্ধি পেয়েছে, যার দরুণ শীর্যে থাকা ১০ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ৩.৮৪ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ নিষ্ক্রিয় হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, নির্দেশিকা জারি খাদ্য দফতরের! নিশানায় কারা?

প্রসঙ্গত, TCS ছাড়াও বর্তমানে শেয়ার মার্কেটে একাধিক প্রতিষ্ঠানের শেয়ার বেশ ভালো পারফর্ম করছে। HDFC Bank এর বর্তমান মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে ১৪,৫৮,৯৩৪.৩২ টাকা ও Bharti Airtel এর ১০,৭৭,২৪১.৭৪ কোটি টাকা হয়ে গিয়েছে। এমনকি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও নিজের মূলধন ৭৪,৭৬৬.৩৬ কোটি টাকা বাড়াতে সক্ষম হয়েছে।

সঙ্গে থাকুন ➥