প্রত্যেক ছাত্রের পক্ষে দামী স্মার্ট ফোন বা ল্যাপটপ, কম্পিউটার কেনার সামর্থ নেই। তাই অনলাইনে শিক্ষা গ্রহণ সম্ভব হচ্ছে না সবার পক্ষে। এই সমস্যা সমাধানে রাজ্য চালু হচ্ছে দুরভাষের সাহায্যে শিক্ষাদান ব্যবস্থা। মঙ্গলবার ৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই নতুন উদ্যোগ। এ ব্যাপারে অবশ্য আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। শিক্ষকের সঙ্গে যোগাযোগের জন্য থাকছে একটি টোল ফ্রি নম্বর। প্রতিদিনই নিয়ম করে চলবে এই কর্মসূচি।