টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,অন্বেষা হাজরা,দুর্গাপূজা,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Anwesha Hazra,Durgapuja,গসিপ

Moumita

২০০ বছরেরও পুরোনো পুজো, গ্রামের বাড়িতে মাতৃ আরাধনায় অভিনেত্রী অন্বেষা

বাড়ির পুজোর আনন্দই আলাদা। যাদের আছে তারাই জানেন এর মহিমা। নিজে হাতে মায়ের সন্ধ্যারতী, মায়ের ভোগ রান্না করা এসবের মাঝে হয়তো বাকিদের মতো সাজগোজ করার সময় পাওয়া যায়না। তবে এই হাজার ব্যস্ততার মধ্যেও যেন এক অন্য শান্তি আসে মনে। আর ঠিক এই অভিজ্ঞতাটাই টেলি অভিনেত্রী অন্বেষা হাজরার। তার কাছে পুজো মানেই গ্রামের বাড়ির দুর্গাপূজা।

   

মেমারী থেকে একটু দূরেই একটা গ্রামে অন্বেষার পৈতৃক ভিটা। সেখানেই নিয়ম করে হয় মায়ের আরাধনা। সেই কোন ইংরেজ আমলে শুরু হয়েছিল বাড়ির পুজো, তা আজও চলে আসছে। পুজোর সাথেই জড়িয়ে রয়েছে হাজার একটা স্মৃতি, নিয়ম এবং রীতিনীতি। বিগত ২০০ বছরের এই পুজো কত ইতিহাসের সাক্ষী তার ইয়ত্তা নেই।

শোনা যায়, মা নিজেই স্বপ্ন দিয়েছিলেন এই পুজোর। মায়ের আদেশেই শুরু হয় তার আরাধনা। কিন্তু কার স্বপ্নে এসেছিলো আমাদের উমা? আর ঠিক কীইবা বলেছিলেন তিনি? চলুন তাহলে জেনে নিই স্বয়ং নায়িকা অন্বেষার থেকেই। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তার দাদুর বড়ো পিসিমা ছোট বয়সেই জানিয়ে দিয়েছিলেন পুজোর কাজে কী কী লাগে, এমনকি ঠাকুরের বসার জায়গা পর্যন্ত।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,অন্বেষা হাজরা,দুর্গাপূজা,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Anwesha Hazra,Durgapuja,গসিপ

তখন থেকেই শুরু হয় মায়ের আরাধনা। কথিত আছে তাকেই মা দেখা দিয়েছিলেন এবং পুজোর নিয়মাবলী জানিয়ে দিয়েছিলেন। তবে এই পুজো কিন্তু শাক্ত মন্ত্রে নয়, পুজো হয় বৈষ্ণব মন্ত্রে। নবমীতে হয়না কোনো প্রানী বলি। বলিতে দেওয়া হয় ফল ফলাদি। এদিকে মায়ের ভোগেও থাকেনা অন্ন, তার জায়গায় দেওয়া হয় লুচি ভোগ।

আর সবচেয়ে উল্লেখ্য বিষয় হলো, এই পুজোতে যার যত গুরুত্বপূর্ণ কাজই থাক না কেন, এমনকি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন বাড়ির প্রত্যেক সদস্যের উপস্থিতি চাই ই চাই। পুজো মানেই সবাই মিলে মাতৃশক্তির আরাধনা। পুজো মানেই বছরে একবার গোটা পরিবারের একসাথে জমা হওয়া। একসঙ্গে গালগল্প, ভাইবোনের সঙ্গে আড্ডা আর তার সঙ্গে ভোগ।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,অন্বেষা হাজরা,দুর্গাপূজা,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Anwesha Hazra,Durgapuja,গসিপ

অন্বেষার কথায়, কত পুরনো স্মৃতি! কবে কী খাওয়াদাওয়া হবে সেটা নিয়ে আলোচনা। ভোগের মধ্যে ক্ষীর ছানা লুচি খুব পছন্দের। অভিনেত্রী জানান, পুজো বহু পুরোনো হলেও এখন সেই দায়িত্ব এসেছে তার বাবা জেঠুদের উপর। বাড়ির কুলদেবতা গোপাল থাকেন দেবীর সঙ্গেই। এই গোপাল বিগ্রহ আবার আরো পুরোনো। সবে মিলিয়ে মজা, নস্টালজিয়ায় ভরপুর বেশ নিজের মতো করে পুজো কাটান অভিনেত্রী অন্বেষা।