Term Insurance

Papiya Paul

Term Insurance: শুধু সুবিধা নয়, আছে অসুবিধাও, এই ৮ টি কারণে পাবেন না টার্ম ইন্সুরেন্সের টাকা!

নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বহু মানুষই বীমার নির্ভর করে থাকে। আর সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বীমা হল টার্ম ইন্সুরেন্স(Term Insurance)। যেখানে একটি নির্দিষ্ট পেমেন্ট হারে কভারেজ পাওয়া যায়। এই পলিসি চলাকালীন যদি গ্রাহক মারা যান তাহলে কভারের পরিমাণ অর্থ এককভাবে দেওয়া হয়।

   

এটি মূলত পরিবারের আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে। তবে শুধুমাত্র সুবিধা নয়, এই টার্ম ইন্সুরেন্সের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে। যেগুলো ইন্সুরেন্স নেওয়ার আগে জেনে নেওয়া জরুরী। আপনি যদি টার্ম ইন্সুরেন্স কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই এই শর্তগুলো জেনে নিন-

১) টার্ম প্ল্যান গ্রহণকারী ব্যক্তিকে দুর্ঘটনা জনিত মৃত্যু কভার দেওয়া হয়। তবে যদি কোন পলিসি ধারক নেশার প্রভাবে গাড়ি চালানোর সময় মারা যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না।
২) যদি পলিসি ধারক মাদক এবং অ্যালকোহলে আসক্ত হন এবং সেই কারণে মারা যান তাহলে বীমা কোম্পানি অর্থ দিতে অস্বীকার করতে পারেন।
৩) এছাড়া যদি পলিসি গ্রাহক এডভেঞ্চার গেমের প্রতি অনুরাগী হন এবং কোন বিপদজনক কার্যকলাপের সময় মারা যান। অর্থাৎ কার বাইক রেসিং, স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো বিপদজনক কার্যকলাপে মারা গেলে মেয়াদের টাকা পাওয়া যাবে না।

আরও পড়ুন: LIC New Policy: মাত্র ২৯ টাকা করে বিনিয়োগে মিলবে ৪ লাখ টাকা, মহিলাদের লাখপতি হওয়ার সুযোগ LIC-র!

৪) এছাড়া যদি পলিসি ধারককে পলিসি মেয়াদের সময় খুন করা হয়। পুলিশি তদন্তে নমিনিকে এর জন্য অভিযুক্ত করা হয়েছে তাহলে নমিনি ক্লিন চিট না পাওয়া পর্যন্ত কোম্পানি মেয়াদী পরিকল্পনার দাবি বন্ধ করে দেয়।
৫) এছাড়া যদি প্ল্যান নেওয়ার সময় পলিসি ধারক কোন গুরুতর অসুস্থতার তথ্য গোপন করে থাকেন এবং অসুস্থতার জন্যই তিনি মারা যান তাহলে বীমা কোম্পানি টাকা দেওয়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান করতে পারে। এর সাথেই এইচআইভি, এইডস-এর মত কারণে মৃত্যু হলে কভার দেওয়া হয় না।
৬) এর পাশাপাশি ভূমিকম্প, ঝড়, ভূমিধস ইত্যাদি কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি পলিসিধারী গ্রাহকের মৃত্যু হয় তবে এক্ষেত্রে বীমা সংস্থাগুলো নমিনিকে অর্থ প্রদান করে না।

৭) এছাড়া আইআরডি-এর নিয়ম অনুযায়ী যদি পলিসি ধারক ব্যক্তি কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে এবং এই অপরাধমূলক কাজের জন্যই তাকে হত্যা করা হয় তাহলে টাকা  পাওয়া যায় না।।
৮) এছাড়া যদি পলিসি গ্রাহক একজন মহিলা হন এবং একটি সন্তানের জন্ম দেওয়ার সময় তিনি মারা যান তাহলে এই পরিস্থিতিতে অর্থ দাবি আটকে যেতে পারে।
তাই টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে শর্তাবলি সাবধানে পড়ে নিতে হবে। পলিসিতে মৃত্যুর কারণ গুলো কভার করা হবে কিনা এবং সব ধরনের মৃত্যু কভার হবে কিনা তা জেনে নেওয়া উচিত।