ভুলভুলাইয়া-২,কার্তিক আরিয়ান,কিয়ারা আডবানি,ঐশ্বর্য রায় বচ্চন,রানি মুখার্জি,বিদ্যা বালান,ক্যাটরিনা কাইফ,আমিশা প্যাটেল,সারা আলি খান,শ্রদ্ধা কাপুর,বলিউড,বিনোদন,সিনেমা,Vulvulaiya-2,Kartik Ariyan,Kiara Advani,Aishwarya Rai Bachchan,Rani Mukherjee,Vidya Balan,Amisha Patel,Katrina Kaif,Sara Ali Khan,Shraddha Kapoor,Entertainment,Bollywood,Cinema

‘ভুল ভুলাইয়া’র দুটি পার্টই সুপারহিট, ছবিগুলিতে অভিনয়ের অফার ফিরিয়ে হাত কামড়াচ্ছেন বলিউডের যে অভিনেত্রীরা

বক্স অফিসে তুমুল সফলতা পেয়েছিল ভুলভুলাইয়া, সেই ট্রেন্ড বজায় রেখে নজরকাড়া সাফল্য ভুলভুলাইয়া-২ এরও। রীতিমত বক্স অফিস কাঁপাচ্ছে কার্তিক আরিয়ানের এই হরর কমেডি সিনেমা। অবশ্য ভুলভুলাইয়ার সিক্যুয়েল থেকে অক্ষয়কে বাদ দেওয়ায় নাক সিঁটকে ছিলেন অনেকেই। কার্তিক আরিয়ান ভুলভুলাইয়ার সফলতাকে ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। যদিও মিডিয়া সূত্রে জানা গিয়েছে, রিলিজের প্রথম পাঁচদিনে প্রায় ৭৬.১১ কোটি টাকার বেশি আয় করেছে ভুলভুলাইয়া ২। তবে এমন কিছু বলি সুন্দরীও রয়েছেন যারা এই ছবিতে অভিনয় করতে রাজি হননি।

আপনাকে জানিয়ে রাখি ভুলভুলাইয়ার সিক্যুয়েলের জন্য অবনির ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন বলি-সুন্দরী ঐশ্বরিয়া রাই। যদিও এই ছবি সাইন করতে রাজি হননি বিশ্বসুন্দরী।

রানি মুখার্জির কাছেও আবেদন গেছিলো এই চরিত্রের জন্য। তিনি মানা করায় অবনির চরিত্রটি বিদ্যা বালান’কে অফার করেন পরিচালক।

এরপর জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেও এই চরিত্রের জন্য ভাবা হয়েছিলো। যদিও ক্যাট মানা করে দেন দ্বিতীয় লিডে কাজ করার জন্য।

বি টাউনের অন্যতম অভিজ্ঞ সুন্দরী নায়িকা আমিশা প্যাটেল। যদিও সম্প্রতি নিজেকে বলিউড থেকে একটু দুরেই সরিয়ে রেখেছেন এই অভিনেত্রী, ক্যামেরার সামনে তাকে বড়ো একটা দেখা যায়না আজকাল। অবনির চরিত্রের জন্য তার নামও সাজেস্ট করেন পরিচালক। কিন্তু তিনিও এই চরিত্রের জন্য নিজেকে সরিয়ে নেন।

যদিও কার্তিকের বিপরীতে সারা আলি খানই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। সারা এবং কার্তিকের কেমিস্ট্রি নিয়ে গুঞ্জন কম ওঠেনি। তবে দূর্ভাগ্যজনকভাবে ‘লাভ আজকাল -২’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় আলাদা হয়ে যান দুজনে। ‘ভুলভুলাইয়া-২’ এর অফার পাওয়ার পর ডেটজনিত সমস্যার কারণে তিনিও ছবি থেকে সরে দাঁড়ান।

অবনির চরিত্রের জন্য শ্রদ্ধা কাপুর’কেও ভাবা হয়। কিন্তু তারও ডেট অ্যাডজাস্ট না হওয়ায় তিনিও এই ছবির অফার ছেড়ে দেন।

শেষমেষ কিয়ারা এই ছবি সাইন করেন। দক্ষিণী ছবির দাপটে খানিকটা জৌলুস হারিয়ে ফেলেছিলো বলিউড। ভুলভুলাইয়া-২ এর সাফল্য স্পষ্টই বলে দেয় যে বলিউডের দু্র্দিন ঘোচাতে তারা কিছুটা হলেও সক্ষম। তাদের অনলাইন কেমিস্ট্রি যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তা বক্স অফিস কালেকশন দেখলেই বোঝা যায়।

Avatar

Moumita

X