SBI

Additiya

সাধারণ মানুষের মাথায় হাত! খসবে পকেটের টাকা, আবার নতুন নিয়ম চালু করল SBI 

বর্তমান সময়ে নানান সুযোগ সুবিধার জন্য ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন সাধারণ মানুষ। তবে জানেন কি এবার এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে মানতে হবে নানা নিয়ম। সম্প্রতি এমনই জানানো হয়েছে SBI ব্যাঙ্কের তরফে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই লাগু হতে চলেছে নয়া নিয়ম।

   

SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কাছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে পাঠানো হয়েছে একটি ইমেইল। আর সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, ‘আগামী মাসের ১৭ তারিখ থেকে অর্থাৎ মার্চ মাস থেকেই বদলে যাচ্ছে SBI ক্রেডিট কার্ডের চার্জ’।

জানা যাচ্ছে, আগে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া মেটানোর জন্য দিতে হতো অতিরিক্ত ৯৯ টাকা+ট্যাক্স। তবে এবার থেকে দিতে হবে ১৯৯ টাকা+ট্যাক্স। মার্চ মাসের ১৭ তারিখ থেকেই লাগু হয়ে যাবে এই নিয়ম।

একটা সময় ক্রেডিট কার্ড থেকে কোন ভাড়া মেটানোর ক্ষেত্রে লাগতো না এক্সট্রা চার্জ। তবে পরবর্তীতে ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয় ভাড়া মেটানোর জন্য গুনতে হবে এক্সট্রা ৯৯ টাকা। সঙ্গে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। তবে এবার সেই ভাড়া আরও বেড়ে গেল। এবার থেকে এক্সট্রা চার্জ হিসেবে ১৯৯ টাকা গুনতে হবে সাধারণ মানুষকে।

তবে কেবলমাত্র SBI ব্যাঙ্ক নয়। চার্জ বেড়েছে নামিদামি আরও একাধিক ব্যাঙ্কের। সেই তালিকায় রয়েছে ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক। Kotak Mahindra, ব্যাঙ্ক অফ বরোদা।

উল্লেখ্য, বিগত কয়েকদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে বাড়ানো হয়েছে রেপো রেট। আর তারপর থেকে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। এই রেপো রেট বাড়ার কারণে বাড়ছে ঋণের সুদ। আর এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া মেটানোর ক্ষেত্রে বাড়ল প্রসেসিং ফি।