রাবেয়ার ভালবাসায় কি কিরণময়ীকে ভুলে যাবে সতীশ? প্রকাশ্যে ‘চরিত্রহীন ৩’-এর ট্রেলার

স্মৃতি হারিয়ে কিরণকে পাগলের মত খুঁজে বেড়াচ্ছে সতীশ। এখনও কিরণের ভালোবাসাতেই ডুবে রয়েছে সে। সতীশের ধারনা তাকে সকলে মিলে পাগল বানাতে চাইছে। এদিকে রাবেয়া জানে, এক দিন তার তপ্ত ভালবাসার জোরে কিরণময়ীকে ভুলে যাবে সতীশ। এমনই একটি গল্প নিয়েই বুধবার প্রকাশ্যে এসেছে ‘চরিত্রহীন ৩’-এর ট্রেলার। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাস। সৌরভই ‘সতীশ সেন’। ‘কিরণময়ী’র ভূমিকায় অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও আছেন মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী।

 

Avatar

Koushik Dutta

X