‘KGF’, ‘RRR’ সব চুনোপুঁটি, বলিউডের এই ৫ সুপারহিট সিনেমার ধারেকাছে ঘেঁষবে না সাউথের কোনো সিনেমা!

নিউজশর্ট ডেস্কঃ These 5 Bollywood Cinema Break South Indian Cinema’s Record: ইদানিং দক্ষিণী ছবির(South Indian Cinmea)রমরমা চারিদিকে। আর এই দক্ষিণী ছবির দাপটে কার্যত ধুঁকছে বলিউড(Bollywood)। যদিও শাহরুখের(Shahrukh Khan) ‘পাঠান'(Pathaan) ছবি মুক্তির পরে বলিউডের হাল অনেকটাই ফিরেছে। এককালে ভারতীয় সিনেমা বলতে বলিউডকে চিনতেন সকলে। বলিউডে এমন কিছু সুপারডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন যা নিয়ে আলোচনা চলে আজও। সেই তালিকাতে নাম রয়েছে দিলীপ কুমার, রাজেশ খান্না, রাজ কাপুর, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ-সালমানের নাম।

এখনো এদের মধ্যে বেশকিছু অভিনেতারা চুটিয়ে অভিনয় করছেন। তখন কার সময়ে সিনেমাকে সোনার অধ্যায় বলা হত। এখনো এমন কিছু ছবি আছে যেগুলো কয়েক দশক পেরিয়ে গেলেও দর্শকদের মনে সমানভাবে জনপ্রিয়। আজকের এই প্রতিবেদনে এমন কিছু সিনেমার সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhaniya Le Jayenge) : ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা আজও দর্শকদের মনে সমানভাবে জনপ্রিয়। এই ছবির মাধ্যমে বলিউড শাহরুখ-কাজল জুটি তৈরি করেছিল। এই সিনেমা দেখেননি এমন দর্শক হয়তো খুঁজেও পাওয়া যাবে না। এমনকি মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে ২৬ বছরের বেশি সময় ধরে এই ছবিটি চলেছিল। শাহরুখ-কাজলের অসাধারণ কেমিস্ট্রি মন জয় করেছিল দর্শকদের। তাই আজও রোমান্টিক সিনেমার তালিকাতে সর্বপ্রথম এই ছবির নাম উঠে আসে।


২)ম্যায়নে পেয়ার কিয়া (Maine Pyaar Kiya) : আরেকটি রোমান্টিক ঘরানার ছবি হল সালমান খান-ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যানে পেয়ার কিয়া’। এই ছবির মাধ্যমেই রাতারাতি স্টার হয়ে যান নায়ক ও নায়িকা দুজনে। লোকের মুখে মুখে সালমান ও ভাগ্যশ্রী নাম। তাদের অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছিল সব দর্শকদের। এই ছবিটি বক্স অফিসে ১০০ সপ্তাহের বেশি সময় চলেছিল।

৩) শোলে (Sholay) : এ তো গেল হালে সিনেমার কথা। বলিউডের অন্যতম এভারগ্রীন ছবি হল অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্র জুটির শোলে। বন্ধুত্বের নতুন সমীকরণ গড়ে তুলেছে সিনেমা। এখানে অভিনেতা-অভিনেত্রীদের অসাধারণ অভিনয় ছাড়াও পাওনা ছিল ছবির গান। এই ছবিটিকে বলিউডের অন্যতম সুপারহিট সিনেমা হিসেবে ধরা হয়।

৪) মুগল-এ-আজম (Mughal-E-Azam) : ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমার অন্যতম যুগান্ত সৃষ্টিকারি সিনেমা হল মুঘল-ই-আজম। দিলীপ কুমার, মধুবালা, পৃথ্বীরাজ কাপুর অভিনীত সিনেমাটি প্রায় তিন বছর সিনেমা হলে চলছে। আজও এভারগ্রীন ছবির তালিকায় নাম রয়েছে এই সিনেমা।

৫)বরসাত (Barsat) : রাজ কপূর ও নার্গিসের সবথেকে সুপারহিট সিনেমা এটি। পঞ্চাশের দশকে এই সিনেমা বিরাট সাফল্য লাভ করেছিল।

 

Avatar

Papiya Paul

X