Entertainment,Bollywood,Actress,বিনোদন,বলিউড,অভিনেত্রী

Additiya

খানদের সাথে অভিনয় করেও হয়নি জায়গা, বলিউড থেকে চিরবিদায় নিয়েছেন এই ৫ লাস্যময়ী অভিনেত্রী

অভিনয়(Acting) জগতে এসে নিজের জায়গা বানাতে কাঠ কয়লা পোড়াতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এই জার্নি মোটেই সহজ হয় না তাদের কাছে। অভিনয় জগতে এমন অনেক সেলিব্রিটি(Celebrity) রয়েছেন যারা খুব সহজেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারেন। আবার এমন অনেক সেলিব্রিটি আছেন যারা বহু চেষ্টা করেও প্রতিষ্ঠিত হতে পারেন না। অভিনয় জগতে টিকে থাকাটাই কঠিন হয়ে দাঁড়ায় তাদের কাছে। একটা সময় পর আর তাদের দেখাই যায় না অভিনয় জগতে।

   

কিম শর্মা : ১৯৯৩ সালে ‘ডর’ সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। যদিও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়নি। এরপর ২০০০ সালে আদিত্য চোপড়া পরিচালিত ‘মোহব্বতে’ ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু তার অভিনয় সেভাবে দোলা লাগাতে পারেনি দর্শকদের মনে। এরপর বেশ কয়েকটা ছবিতে দেখা গেছে তাকে। কিন্তু হঠাৎ করেই বলিউড জগতকে বিদায় জানান এই অভিনেত্রী।

Entertainment,Bollywood,Actress,বিনোদন,বলিউড,অভিনেত্রী

কোয়েনা মিত্র : মডেলিং দিয়ে শুরু করেছিলেন জীবন। এরপর একাধিক মিউজিক ভিডিওতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ২০০২ সালে আইটেম গানের মধ্য দিয়ে বলিউড দুনিয়ায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘ঢোল’ সিনেমায় বিশেষ অতিথির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তারপর বেশ কিছু ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেলেও মুখ্য চরিত্রে তাকে দেখা যায়নি সেভাবে।

Entertainment,Bollywood,Actress,বিনোদন,বলিউড,অভিনেত্রী

তানিশা মুখোপাধ্যায় : বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা। বড় দিদি বলিউডে নিজের জায়গা বানিয়ে নিলেও সুপার ফ্লপ। ‘নীল এন্ড নিকি’, ‘সরকার’, ‘সরকার রাজ’ ছবিতে কাজ করেছেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছে ‘কোড নেম আব্দুল’-এ। একটি ছবিও পারেনি বক্স অফিসে ঝড় তুলতে। এরপরই অভিনয় জগত থেকে সরে দাঁড়ান তিনি।

Entertainment,Bollywood,Actress,বিনোদন,বলিউড,অভিনেত্রী

স্নেহা উল্লাল : ২০০৫ সালে বলিউড জগতে পা রাখেন এই অভিনেত্রী। সালমান খানের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যায় ‘লাকি; নো টাইম ফর লাভ’ ছবিতে। এই অভিনেত্রীর সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের। খুব বেশিদিন বলিউড জগতে রাজ করতে পারেননি এই অভিনেত্রী।

Entertainment,Bollywood,Actress,বিনোদন,বলিউড,অভিনেত্রী

উদিতা গোস্বামী : ২০০৩ সালে ‘পাপ’ ছবিতে অভিনয় করে বলিউড জগতে অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর অভিনেতা ইমরান হাসমির বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। দীর্ঘ সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও সবাইকে অবাক করে হঠাৎ করেই অভিনয় জগতকে বিদায় জানান অভিনেত্রী।