পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি বিনিয়োগের জন্য একটা ভালো প্ল্যান খুঁজছেন? যেখানে টাকা রাখলে যেমন গ্যারেন্টীড রিটার্ন পাওয়া যাবে তেমনি একটু বেশি হারে সুদও পাওয়া যাবে। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট একটা ভালো অপশন হতে পারে। তবে সরকারি ব্যাঙ্কে খুব একটা বেশি সুদ প্রদান করে না, তাই প্রাইভেট ব্যাঙ্কই বেছে নিতে হয়। আর আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এফডিতে সবচেয়ে বেশি সুদ দেওয়া ব্যাঙ্কগুলির তালিকা।
ফিক্সড ডিপোজিটেই ৯% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি
আসলে বেশি সংখ্যক গ্রাহক আকৃষ্ট করার জন্য প্রাইভেট ব্যাঙ্কগুলির তরফ থেকে অতিরিক্ত সুদ অফার করা হয়। এক্ষেত্রে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সবচেয়ে এগিয়ে। আর এক প্রতিবেদনে আপনার জন্য রইল ৬টি ব্যাঙ্কের খোঁজ যারা ৯% অবধি সুদ প্রদান করে ফিক্সড ডিপোজিট প্রকল্পেই।
৯% সুদ দেওয়া ব্যাঙ্কের তালিকা
১। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক : আপনি যদি এই ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে ১৮ মাসের ফিক্সড ডিপোজিট করলে ৮.২৫% পর্যন্ত সুদ পাওয়া যাবে।
২। জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক : এই ব্যাঙ্কের তরফ থেকেও গ্রাহকদের ৮.২৫% সুদ প্রদান করা হচ্ছে ফিক্সড ডিপোজিট প্রকল্পে। তবে এক্ষেত্রে আপনাকে নূন্যতম ১ বছর থেকে সর্বোচ্চ ৩ বছরের জন্য স্থায়ী আমানত করতে হবে।
৩। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক : এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর ৮.৫% সুদ দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে নূন্যতম ২ বছর থেকে সর্বোচ্চ ৩ বছরের জন্য টাকা ফিক্স করতে হবে।
৪। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক : আপনি যদি সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে ফিক্স ডিপোজিটের উপর ৮.৬০% সুদ পেতে পারেন। তবে এর জন্য আপনাকে ৫ বছরের জন্য এফডি করতে হবে।
আরও পড়ুনঃ পথচারীদের সুবিধার্থে নিউটাউনে ৬টি নতুন আন্ডার পাস তৈরির কাজ শুরু, কোথায় কোথায় জানেন?
৫। নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক :সবচেয়ে বেশি সুদ দেওয়া ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম একটি হল এটি। এই ব্যাঙ্কে নূন্যতম ১৮ মাস থেকে সর্বোচ্চ ৩ বছরের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৯% হারে সুদ পাওয়া যেতে পারে।
৬। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক : ফিক্স ডিপোজিট সবচেয়ে বেশি সুদ প্রদান করছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এক্ষেত্রে আপনাকে ১০০১ দিনের জন্য এফডি করতে হবে তাহলেই ৯% সুদ পাওয়া যাবে।