OTT

Additiya

OTT-র জন্যই হয়েছেন কোটিপতি, ওয়েব দুনিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?

করোনা পরিস্থিতিতে এক প্রকার ঘর বন্দী হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। সে সময় আমজনতাকে বিনোদন যুগিয়েছে নেটফ্লিক্স (Netflix) , অ্যামাজন প্রাইম (Amazon Prime) এর মতো ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। আর সেই থেকেই জনপ্রিয়তা বেড়েছে ওয়েব সিরিজের। ওটিটি প্ল্যাটফর্ম- এর হাত ধরে বহু তারকা যোগ্য সন্মানও পেয়েছেন। তবে জানেন কি সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন কোন অভিনেতা? চলুন দেখেনি সেই তালিকা।

   

প্রতীক গান্ধী : স্ক্যাম ১৯৯২ ছবির হাত ধরে ওয়েব সিরিজে পা রেখেছিলেন অভিনেতা প্রতীক গান্ধী। ব্যাপক জনপ্রিয়তাও পান তিনি। এমনকি এই ছবিতে কাজ করার জন্য তিনি পেয়েছেন মোটা অংকের পারিশ্রমিক।

আলী ফজল : মির্জাপুর ওয়েব সিরিজে দেখা গেছে অভিনেতা আলি ফজলকে। এই ওয়েব সিরিজ ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। জানা যায়, অভিনেতা আলী ফজল এই সিরিজের প্রতিটি পর্বের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১২ লক্ষ টাকা।

বিনোদন,বলিউড,ওটিটি প্ল্যাটফর্ম,ওয়েব সিরিজ,প্রতীক গান্ধী,আলি ফজল,নওয়াজউদ্দিন সিদ্দিকী,পঙ্কজ ত্রিপাঠী,মনোজ বাজপেয়ী,জীতেন্দ্র কুমার,সুনীল গ্রোভার,সইফ আলি খান,Entertainment,Bollywood,OTT Platform,Web Series,Saif Ali Khan,Sunil Grover,Jitendra Kumar,Manoj Bajpayee,Pankaj Tripathi,Nawazuddin Siddiqui,Ali Fazal,Pratik Gandhi,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

নওয়াজউদ্দিন সিদ্দিকী : মুখ্য চরিত্রে নয় বরং বরাবরই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলি দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। জনপ্রিয়তা পেয়েছেন ওয়েব সিরিজের হাত ধরেও। সেক্রেড গেমস নামক একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। জানা যায়, এই সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

পঙ্কজ ত্রিপাঠি : বলিউড দুনিয়ায় একজন সেরা অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠি। মির্জাপুরের হাত ধরে তিনি পা রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে। জানা যায়, এই সিরিজে কাজ করার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।সেক্রেড গেমস- এর জন্য নিয়েছেন ১২ কোটি টাকা।

বিনোদন,বলিউড,ওটিটি প্ল্যাটফর্ম,ওয়েব সিরিজ,প্রতীক গান্ধী,আলি ফজল,নওয়াজউদ্দিন সিদ্দিকী,পঙ্কজ ত্রিপাঠী,মনোজ বাজপেয়ী,জীতেন্দ্র কুমার,সুনীল গ্রোভার,সইফ আলি খান,Entertainment,Bollywood,OTT Platform,Web Series,Saif Ali Khan,Sunil Grover,Jitendra Kumar,Manoj Bajpayee,Pankaj Tripathi,Nawazuddin Siddiqui,Ali Fazal,Pratik Gandhi,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

মনোজ বাজপেয়ী : বলিউডে একাধিক ছবিতে কাজ করেও সেভাবে আসেনি জনপ্রিয়তা। তবে ওয়েব সিরিজের হাত ধরে তিনি পেয়েছেন সুপারস্টার তকমা। জানা যাচ্ছে, দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১০ কোটি টাকা।

জীতেন্দ্র কুমার : ওয়েব সিরিজের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন জীতেন্দ্র কুমার। তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে পঞ্চায়েত নামক ওয়েব সিরিজটি। এর দ্বিতীয় সিজনের জন্য চার লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

বিনোদন,বলিউড,ওটিটি প্ল্যাটফর্ম,ওয়েব সিরিজ,প্রতীক গান্ধী,আলি ফজল,নওয়াজউদ্দিন সিদ্দিকী,পঙ্কজ ত্রিপাঠী,মনোজ বাজপেয়ী,জীতেন্দ্র কুমার,সুনীল গ্রোভার,সইফ আলি খান,Entertainment,Bollywood,OTT Platform,Web Series,Saif Ali Khan,Sunil Grover,Jitendra Kumar,Manoj Bajpayee,Pankaj Tripathi,Nawazuddin Siddiqui,Ali Fazal,Pratik Gandhi,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

সইফ আলি খান : বলিউড জগতে তিনি সুপারস্টার। ওটিটি প্ল্যাটফর্মেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। কথা হচ্ছে সইফ আলি খানকে নিয়ে। সেক্রেড গেমস সিরিজের হাত ধরে ওয়েব সিরিজে পা রাখেন সইফ আলি খান। জানা যাচ্ছে এই একটি সিরিজের অভিনয় করার জন্য মোট ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আজ পর্যন্ত তার থেকে বেশি পারিশ্রমিক কেউই নেননি ওটিটি প্ল্যাটফর্মে।