Papiya Paul

বছরভর সেরার সেরা ‘মিঠাই’, সর্বজয়া থেকে অপু কে কাকে টক্কর দিল জানেন?

আর মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরেই আসতে চলেছে নতুন বছর। পুরোনো দুঃখ-কষ্ট সব ভুলে নতুন আনন্দকে স্বাগত জানানোর পালা। এই বছর বাংলা বিনোদন জগতের ক্ষেত্রেও খুব ভালো গিয়েছে। বেশ কিছু নতুন ধারাবাহিক উপহার পেয়েছে বাঙালী দর্শকেরা। এর মধ্যে বেশ কিছু ধারাবাহিক ক্রমাগত টিআরপি লিস্টে থেকে বুঝিয়ে দিয়েছে তাদের গল্পের গুণমান। ঠিক যেমন- জি বাংলার মিঠাই। এই ধারাবাহিক টানা ৩৮ সপ্তাহ ধরে টিআরপি লিস্টে শীর্ষে জায়গা করে নিয়েছে।

   

আজ দেখে নেওয়া যাক কোন কোন ধারাবাহিক টিআরপি তালিকায় বছরভর ভালো জায়গা পেয়েছে-

১) মিঠাই- বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’, একটানা ৩৮ সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষস্থান অধিকার করেছে। এই ধারাবাহিকে সবচেয়ে জনপ্রিয় মিঠাই রানী। তার অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে। এর সাথেই মোদক পরিবারের সকলের নানা মজাদার কাহিনী দেখতে পছন্দ করেন দর্শকেরা। মিঠাই আর সিডের জীবনের প্রেম-ভালোবাসা-অভিমান সবটা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। নতুন জীবনে আর কোন কোন চমক থাকছে সেটাই এখন দেখার।

২) অপরাজিতা অপু- জি বাংলার আরেক কোনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। গতবছরের শেষ থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে। শুরুর পর থেকেই ভালো ফল করছে এটি। টিআরপি তালিকায় প্রায় সবসময় প্রথম দিকের স্থান পেয়েছে এই সিরিয়াল। নিজের অদম্য জেদ, বড় হওয়ার স্বপ্ন, বিডিও হওয়ার স্বপ্ন কীভাবে সফল এবং বাস্তবায়িত করল অপু সেইসব কিছু নিয়েই সিরিয়ালের গল্প এগিয়েছে। আগামী দিনে নতুন চমকের অপেক্ষায় দর্শকেরা।

৩) যমুনা ঢাকি- এই সিরিয়ালের শুরু থেকেই ট্রোলিং পিছু ছাড়ে না। যমুনার ঢাক কাজান থেকে গিটার বাজানো সবটাই নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা। কিন্তু এক অন্যধারার গল্প ভালো লেগেছে দর্শকদের। এই সিরিয়ালে যমুনা ঢাকির চরিত্রে শ্বেতা ভট্টাচার্যের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সারাবছর টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

৪) সর্বজয়া- জি বাংলার এই ধারাবাহিক বিশেষ আকর্ষণীয়। তার কারণ হল অভিনেত্রী দেবশ্রী রায়। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহু বছর পর অভিনয়ে কামব্যাক করছেন তিনি। আর তার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে এবারেও। এক নারীর সমস্ত প্রতিকূলতা জয় করে এগিয়ে চলার গল্প বলছে এই সর্বজয়া। আর প্রথম দিকের তালিকায় নিজের নাম শুরু থেকেই বহন করতে পারছে। সর্বজয়া আগামী দিনের নতুন টুইস্টের অপেক্ষায় দর্শকরা।

৫) এই পথ যদি না শেষ হয়- জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকে এত মজাদার, যা দর্শকদের খুব পছন্দের। বড়লোকের বাড়ির মেয়ের সাথে মধুবিত্ত বাড়ির ছেলের এক অসাধারণ ভালোবাসার গল্প এটি. এখন ঊর্মি আর সত্যকির হানিমুন থেকে ফেরার পর প্রেম আরও জমে গিয়েছে। এই নিয়েই এগোচ্ছে এই গল্প। দুস্টু-মিষ্টি ঊর্মির অভিনয় সবথেকে আকর্ষণীয়। এই ঊর্মি-সাত্যকির প্রেম-ভালোবাসার গল্প দেখতেই অপেক্ষায় আছেন দর্শকরা।

৬) খড়কুটো- ষ্টার জলসার এই ধারাবাহিকের জনপ্রিয়তা খুব বেশি। শুরু থেকেই টিআরপি তালিকায় ভালো নম্বর পাচ্ছে এই সিরিয়াল। গুনগুন আর সৌজন্যের বামবাসা-অভিমানের কাহিনী নিয়েই এগাচ্ছে গল্প। আর থাকছে নানা মজাদার সব জিনিস। যা এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনের নতুনত্ব চমকের জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।