ভুলে যান SBI! এই ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিট করলেই মিলবে ৯% রিটার্ন

Small Finance Banks offering up to 9% interest in Fixed Deposit Schemes

ভুলে যান SBI! এই ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিট করলেই মিলবে ৯% রিটার্ন

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে চাইছেন তাও একেবারে রিস্ক ফ্রি ভাবে? এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল ফিক্সড ডিপোজিট। কিন্তু গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে রেপো রেট কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই কোন ব্যাংকে ভালো সুদ পাওয়া যাচ্ছে সেটার খোঁজে রয়েছেন অনেকেই। চিন্তা নেই আজকের প্রতিবেদনে আপনাদের বর্তমানে এফডিতে (Fixed Deposit) সবচেয়ে বেশি সুদ দেওয়া ব্যাংকগুলির খোঁজ দেব। তাই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

ফিক্সড ডিপোজিট ৯% অবধি সুদ

ভারতে সরকার ব্যাংক ছাড়াও প্রাইভেট ব্যাংকের পাশাপাশি স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে। গ্রাহকদের আকর্ষণের জন্য স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট সবচেয়ে বেশি সুদ দিয়ে থাকে এই সামাল ফাইন্যান্স ব্যাংকগুলিই। ভাবছেন কিভাবে কাজ করে এই ব্যাংকগুলি? আসলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের যেমন কৃষক, শ্রমিক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য এই ব্যাংকগুলি কাজ করে। জানলে অবাক হবেন স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনি ৯% পর্যন্ত সুদ পেতে পারেন এফডির উপরে।

এই স্মল ফাইনান্স ব্যাংকগুলিতে মিলবে ৯% পর্যন্ত সুদ

  • AU Small Finance Bank এর তরফ থেকে ১ বছরের FD এর উপর ৭.২৫% ও ১৮ মাসের ক্ষেত্রে ৮.১% সুদ দেওয়া হচ্ছে।
  • উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে যদি আপনি FD করেন তাহলে ১ বছরে জন্য ফিক্স করলে ৮.১% ও ১৮ মাসের জন্য FD করলে ৮.২৫% সুদ পাবেন।
  • একইভাবে একুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রেও ৮৮৮ দিন ও ১ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৮.২৫% সুদ দেওয়া হবে।
  • যদি আপনি ESAF Small Finance Bank এ ফিক্সড ডিপোজিট করেন তাহলে ৮৮৮ দিনের ক্ষেত্রে ৮.৩৮% ও ১ বছরের ক্ষেত্রে ৬% সুদ পাওয়া যাবে।
  • উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের ক্ষেত্রে ৮.৫% ও সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকে ৫  বছরের FD এর উপরে ৮.৬% সুদ দেওয়া হচ্ছে।
  • নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকেও ১৮ মাস ১ দিন থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিট ৯% সুদ দেওয়া হচ্ছে।
  • আর আপনি যদি ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকে এফডি করতে চান তাহলে ১০০১ দিনের জন্য টাকা ফিক্স করলে ৯% পর্যন্ত সুদ পাবেন। অবশ্য যদি ১ বছরের জন্য এফডি করে তাহলেও ৭.৮৫% হারে সুদ পাবেন যেটা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুনঃ নিত্যযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হবে দুটি নতুন স্টেশন, নাম ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ

এই ছিল সর্বোচ্চ সুদ দেওয়া স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গুলির টলাইকা। তবে অনেক সময় স্পেশাল অফার চলাকালীন আরও কিছুটা বেশি সুদ পাওয়া যেতেই পারে। এছাড়া ফিক্সড ডিপোজিট করার সময় মাথায় রাখবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত একেবারে নিশ্চিত ভাবে রাখতে পারেন। ব্যাংকের কিছু হয়ে গেলেও সেই টাকার দায়িত্ব নেবে আরবিআই।

সঙ্গে থাকুন ➥