Travel

Papiya Paul

Travel: শুধু সমুদ্র-পাহাড় নয়, ছুটিতে বেড়িয়ে আসুন এই ২ জঙ্গলের লোকেশন থেকে, খরচ সামান্য

নিউজশর্ট ডেস্কঃ জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই হাড়কাঁপানি ঠান্ডা পড়েছে বাংলায়। কার্যত জবুথবু অবস্থা রাজ্যবাসীর। কিন্তু এই শীতের সময় ঘুরতে যাওয়া কিছুতেই মিস করতে পারেন না ভ্রমণ পিপাসু বাঙালিরা। তাই অনেকেই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েছেন। কেউ কেউ আবার ঘুরতে(Travel) যাওয়ার জন্য প্ল্যান করছেন। আপনি যদি এইসময় পাহাড়, সমুদ্র এড়িয়ে জঙ্গলে যেতে চান। তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য ২ টি জঙ্গলের(Jungle) সন্ধান নিয়ে চলে এসেছি আমরা। যেখানে সৌন্দর্য মন জয় করে নেবে আপনার।

   

চলুন তাহলে এই ২ টি লোকেশন সম্পর্কে আলোচনা করা যাক-

১) জয়পুর জঙ্গল:  আপনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল। এই জঙ্গলের নাম ‘জয়পুর জঙ্গল'(Joypur Jungle)। কলকাতা থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে বাঁকুড়ার(Bankura) এই জঙ্গল আছে। আপনি সড়কপথ ধরে যেতে চাইলে সময় লাগবে ৪ ঘন্টা।

আর যদি ট্রেনে যান সে ক্ষেত্রে প্রথমে হাওড়া থেকে বিষ্ণুপুর গ্রামের কোন ট্রেনে উঠে পড়তে হবে। সেখান থেকে জয়পুর জঙ্গল মাত্র ১২ কিমি। এখানে আপনি একটি ক্যাব নিয়েও চলে যেতে পারেন। এই জঙ্গলে গিয়ে আপনি দেখবেন দুইদিকে সারি সারি গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে যাবে। এর সাথে বাঁকুড়ার লাল মাটি তো রয়েছেই।

আরও পড়ুন: Travel: নিরিবিলিতে উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য, এই অফবিট লোকেশনে গেলে ভুলবেন দার্জিলিং-কে

২) মাজুয়া জঙ্গল: সিঙ্গালিলার একদম কাছেই রয়েছে এই জঙ্গল। ইতিমধ্যেই এখানে থাকার জন্য ছোট ছোট কটেজের ব্যবস্থা করেছে বন দফতর। এখানের সৌন্দর্য দেখলে আপনার মনে হবে সিনেমার কোন জঙ্গলে আপনি এসেছেন।

চারিদিকে বড় বড় গাছ সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বড় বড় ও পাইন গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি নদী। সেখানের নিস্তব্ধতা এতটাই যে নদীর জলের কলকল শব্দ সারাদিন জুড়ে শুনতে পাবেন। এই ঘন জঙ্গলেও আপনার থাকার জন্য সমস্ত দিক থেকে সুব্যবস্থা করা হয়েছে। এখানে আসার জন্য প্রথমে এনজিপি স্টেশনে আপনাকে যেতে হবে। সেখান থেকে শেয়ার গাড়িতে চলে যেতে পারেন মাজুয়া। জনপ্রতি খরচ ১৫০০-২০০০ টাকার মধ্যে। তাই এই পুজোতে একদিনের জন্য ঘুরে আসতে পারেন দার্জিলিঙের এই পাহাড়ি জঙ্গলে।