Arijit

৪০ গুন দাম বেড়ে নিলামের আগেই লাখপতি থেকে কোটিপতি হলেন এই ৩ অখ্যাত ক্রিকেটার

এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই মুহূর্তে আইপিএল ভারতের বাইরে প্রায় সমস্ত দেশেই ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবী জুড়ে রয়েছে আইপিএলের কোটি কোটি ভক্ত। আইপিএল এত জনপ্রিয় হওয়ার কারণ আইপিএলেই খেলতে আসে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা এবং আইপিএল থেকে একজন ক্রিকেটার রাতারাতি লাখপতি, লাখপতি থেকে কোটিপতি হয়ে যায়।

   

এবার আইপিএলে দুটি নতুন দলের অন্তর্ভুক্ত ঘটেছে। ফলে এবার হবে আইপিএলের মেগা নিলাম। আর মেগা নিলাম মানে ক্রিকেটারদের কাছে আরও অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ। আর এই সুযোগ কাজে লাগাতেই কে এল রাহুল, রাশিদ খানের মতো তারকা ক্রিকেটাররা তাদের আগের ফ্রাঞ্চাইজির প্রস্তাবে রাজি না হয়ে নিলামে ওঠার কথা জানিয়েছেন।

তবে এবার এমন কয়েকজন ক্রিকেটারও রয়েছেন যারা নিলামে না উঠে রাতারাতি নিজেদের দর কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন।

ভেঙ্কটেশ আইয়ার:- এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর তরুণ অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। গতবছর নিলামে এই ভেঙ্কটেশকে মাত্র কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর। আইপিএলের দ্বিতীয় পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। যার ফলে এবার নিলামে তার দাম 40 গুন বেড়ে আট কোটি টাকা হয়েছে।

ঋতুরাজ গায়কোয়াড:- আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড। গতবছর নিলামে ঋতুরজকে মাত্র কুড়ি লক্ষ টাকায় দলে সই করিয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার তার দর 30 গুন বেড়ে ছয় কোটি টাকা হয়েছে।

আব্দুল সামাদ:- গত নিলামে এই আব্দুস সামাদকে মাত্র কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার তার দর 20 গুন বেড়ে চার কোটি টাকা হয়েছে।