নিউজশর্ট ডেস্কঃ Flop Movies Of Bollywood: সপ্তাহের শুক্রবার এলো মানেই প্রেক্ষাগৃহে এক গুচ্ছ বলিউড(Bollywood) সিনেমা হাজির। এর মধ্যে কোনও কোনও ছবি মানুষের এতোটাই পছন্দ হয় যে সেগুলি কোটি কোটি টাকার ব্যাবসা করে বক্স অফিসে, আবার কোনও কোনও ছবি তলিয়ে যায় অতল গহ্বরে। এর মধ্যে বেশ কিছু বিগ বাজেটের ছবি নিয়ে নির্মাতাদের আশা থাকলেও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। আসুন এক নজর দেখে নিই কোন ছবিগুলি রীতিমত ডিজাস্টারের(Flop Movies) খাতায় নাম লিখিয়েছে।
1. আজুবা:- ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন অভিনীত আজুবা সেই সময়কার সবচেয়ে বড় ফ্লপ ছিল। ছবিটিতে ঋষি কাপুর, ডিম্পল কাপাডিয়া, সোনম এবং অমরিশ পুরির মতো বড় তারকার ভিড় দেখা গেলেও ছবিটি বিশেষ পছন্দ হয়নি সিনেমাপ্রেমীদের। যেখানে ছবির বাজেট ছিলো ৮ কোটি টাকা সেখানে ছবিটি আয় করেছিলো মাত্র ৪ কোটি।
2. রূপ কী রানি চোরো কা রাজা:- অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত রূপ কি রানি চোরো কা রাজা চলচ্চিত্রটি সেই সময়কার সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। তবে এই অ্যাকশন-কমেডি ফিল্মটি বক্স অফিসে সেরকম ভালো ব্যবসা করতে পারেনি। ৯ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি আয়ের দিক অনেকটাই পিছিয়ে ছিলো।
3. থাগস অফ হিন্দুস্তান:- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট’এর থেকে বড়ো রকমের আশা থাকাই স্বাভাবিক। সেই অনুযায়ী বিগ বাজেটে তৈরি এই ছবিটির থেকে অনেক প্রত্যাশা ছিলো নির্মাতাদের। তবে সকলকে নিরাশ করে রীতিমত ফ্লপের খাতায় নাম লিখিয়েছে ছবিটি। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় বাজেট যেখানে ৩১০ কোটি সেখানে দাঁড়িয়ে ছবিটির মোট আয় ছিলো ১৫১ কোটি টাকা।
4. 83:- ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিলো বি টাউনে। স্পোর্টস ড্রামা ফিল্মটি ১৯৮৪ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। জানিয়ে রাখি, এই ছবির বাজেট ছিল প্রায় ২৭০ কোটি টাকা যেখানে বক্স অফিস কালেকশন ছিলো প্রায় ১৯৪ কোটির কাছাকাছি।
5. সম্রাট পৃথ্বীরাজ:- বলিউডের খিলাড়ি কুমার অভিনীত এই বহুল চর্চিত ছবিটি মুক্তি পেয়েছিলো চলতি মাসের ৩ জুন। এই ছবিতে অক্ষয় কুমারের সাথে ছিলেন, সঞ্জয় দত্ত এবং সোনু সুদের মতো বিশিষ্ট তারকারা। এছাড়াও সম্রাট পৃথ্বীরাজ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। ২০০ কোটির বাজেটে তৈরি এই ছবির মোট কালেকশন ছিলো ৬৬ কোটি টাকা।