Star Jalsa

Star Jalsa: বদলে যাচ্ছে ‘চিনি’র নায়িকা! ইন্দ্রানীর বদলে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে

নিউজশর্ট ডেস্কঃ গত বছর থেকে স্টার জলসায়(Star Jalsa) বেশ কিছু নতুন ধারাবাহিক যেমন শুরু হয়েছে। ঠিক তেমনি পুরনো ধারাবাহিকও শেষ হয়ে গিয়েছে। তবে অনেক সিরিয়ালই রয়েছে যেগুলো টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করতে পারছে না এমনই এক সিরিয়াল হলো সদ্য শুরু হওয়া ‘চিনি'(Cheeni), মাত্র একমাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়াল।

পুনর্জন্মের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকে চিনির চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী ভট্টাচার্য। তবে এবার শোনা যাচ্ছে, এই নায়িকাকে বদলে দেওয়া হবে চিনি চরিত্রে। জানা গিয়েছে, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা ইন্দ্রানী। তবে এই চরিত্রে তার বদলে দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে। বদলে গিয়েছে চিনির মুখ।

এই ধারাবাহিক যারা নিয়মিত দর্শক তারা জানেন যে দ্রোণ এবং চিনির প্রেম কাহিনী নিয়ে এই ধারাবাহিকের গল্প এগোচ্ছে। দ্রোণ একটি রাজ পরিবারের সন্তান আর সেই পরিবারেরই এক গাড়ি চালকের মেয়ে চিনি। পুনর্জীবনের কাহিনী নিয়ে এই গল্পের প্রোমো দর্শকদের ভালো লেগেছিল। আগামী দিনে এই ধারাবাহিকে বেশ কিছু তথ্য ফাঁস হতে চলেছে।

আরও পড়ুন: Star Jalsha: TRP লিস্টে হচ্ছে না জায়গা, বদলে দেওয়া হল স্টার জলসার এই নতুন সিরিয়ালের নায়িকাকে!

‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে গুগলি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল ইন্দ্রানী। আর এর পরেই চিনি চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়। কিন্তু এই ধারাবাহিকে ইন্দ্রানী এবং সোমরাজের কেমিস্ট্রি মন জয় করতে পারছে না দর্শকদের। তাই চ্যানেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার জন্যই নাকি ইন্দ্রানীকে বদলে দিতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

ইন্দ্রানীর পরিবর্তে এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জিকে। যাকে এর আগে সংসার সুখের হয় রমনীর গুনে, দ্বিরাগমন, রানু পেল লটারি সহ একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রায় ছয় বছর পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী। তবে এই ব্যাপারে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে এখন মন্তব্য করা সম্ভব নয়। সঠিক সময় এলে সমস্ত কিছু জানা যাবে।

Avatar

Papiya Paul

X