Arijit

প্রথম টেস্টে কোহলির জায়গায় খেলবেন এই মারকুটে ব্যাটার, চাপে পড়বে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বড় জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। 3-0 ফলাফলে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে রোহিতের ভারত। টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে বিশ্বকাপে হারের বদলা নিয়েছে ভারত। তবে এখনো বাকি রয়েছে আরও একটি হারের যন্ত্রণা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। সেই হারের ক্ষত এখনো পর্যন্ত টাটকা রয়েছে। এবার তার বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে টিম ইন্ডিয়ার কাছে।

   

আগামী 25 শে নভেম্বর প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। তবে সেই টেস্ট ম্যাচ ভারতের কাছে খুব একটা সুবিধাজনক হবে না কারণ ভারতের নিয়মিত দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম টেস্টে খেলবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান ঋষভ পন্থকেও, বিশ্রামে রয়েছেন রোহিত শর্মাও।

স্বাভাবিকভাবে প্রথম টেস্টে ভারতের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছে শ্রেয়াস আইয়ার এবং ঋদ্ধিমান সাহা। বিরাট, ঋষভের অনুপস্থিতিতে এই দুই ক্রিকেটারের উপর বাড়তি দায়িত্ব থাকবে প্রথম টেস্টে।

বিরাট কোহলির অনুপস্থিতি প্রথম টেস্টে ভারতের হয়ে চার নম্বরে সম্ভবত ব্যাটিং করবেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়স আইআর ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য নন। দীর্ঘ অপেক্ষার পর সাদা জার্সিতে সুযোগ পেতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠবেন শ্রেয়স। অপরদিকে তার কাজ হবে বিরাট কোহলির শূন্য পূরণ করা অর্থাৎ এই টেস্ট ম্যাচে শ্রেয়সের ওপর যে বাড়তি চাপ থাকবে তা বলাই বাহুল্য। তবে এমন বড় মঞ্চে ব্যাটিং করার অভ্যাস রয়েছে শ্রেয়সের। প্রথম টেস্ট শ্রেয়সের ব্যাট যদি কথা বলে তাহলে নিউজিল্যান্ড দল যে চাপে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।