বলিউড (Bollywood) অভিনেত্রী ময়ূরী কাঙ্গোর (Mayoori Kango) গল্প যেমন ইন্টারেস্টিং তেমন অনুপ্রেরণাদায়কও। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাপা কেহতা হ্যায়’ (Papa Kehte Hain) ছবির সৌজন্যে সকলের প্রিয়পাত্রী হয়ে ওঠেন তিনি। ‘ঘর সে নিকলতে হ্যায়’-এর(Ghar se nikalte hi) মত জনপ্রিয় গানের ঝলক আজও দর্শকদের স্মৃতিতে ঝলমলে।
প্রসঙ্গত উল্লেখ্য, ময়ূরী কাঙ্গোর ডেবিউ করেন ১৯৯৫ সালে নাসিম চলচ্চিত্রের হাত ধরে। এরপর তাকে দেখা যায় ‘হোগি পেয়ার কি জিৎ’ ছবিতে। এরপর ২০০০ সালে শেষবারের মত পর্দায় আসেন তিনি। অভিনয় করেন ‘ভ্যামসি’তে। এছাড়াও নার্গিস, থোড়া গাম থোড়ি খুশি, ডলার বাবু, কিটি পার্টির মতো টেলিভিশন অনুষ্ঠানও করেছেন ময়ূরী ।
তবে কেরিয়ারে একটা সময় আসে যখন বেশ কয়েকটি ছবিতে সুযোগ পেলেও সাফল্য পাননি। তার অভিনীত ১৬ টি ছবি মুক্তি পায়নি। এরপর ২০০৩ সালে তিনি অভিনয় ছেড়ে দেন এবং ঔরঙ্গাবাদে এনআরআই আদিত্য ধীলনকে বিয়ে করেন। বিয়ের পর আমেরিকায় গিয়ে সেটল হয়ে পড়েন তিনি। এরপর অভিনয় থেকে দূরে গিয়ে মার্কেটিং ও ফিনান্সে এমবিএ করার পর বারুক কলেজ জিকলিন স্কুল অফ বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন।
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত চাকরি করার পর ২০১৩ তে ভারতে ফিরে আসেন তিনি। পারফরমিক্স নামক এক কোম্পানিতে ম্যনেজিং ডিরেক্টর পদে যোগ দেন ময়ূরী। এরপর ২০১৯ সালে তিনি চলে যান গুগল ইন্ডিয়ায়। এবং বর্তমানে তিনি সেই ইন্ডাস্ট্রির হেড। জেনে অবাক হবেন যে, এই ময়ূরিই কানপুর আইআইটি থেকে পাশ আউট হয়েও কেবলমাত্র অভিনেত্রী হওয়ার জন্য উচ্চশিক্ষায় আগ্রহ দেখাননি।
তবে এখন ময়ূরীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলে দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে, ‘আমি মনে প্রাণে একজন মার্কেটার। আমি ডিজিটাল মিডিয়া এবং নতুন জগতে বিপণনের সম্ভাবনা সম্পর্কে সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল। আমি সব সময় নতুন কিছু শিখতে চাই এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। আমার প্রাথমিক উদ্দেশ্য আমার ক্লায়েন্ট এবং কোম্পানিকে সর্বোত্তম ব্যবসায়িক সমাধান সরবরাহ করার জন্য একজন সচেতন বিপণনকারী হওয়া’।