Child Birth Bonus

Papiya Paul

Child Birth Bonus: সন্তান জন্ম নিলেই মিলবে ৬২ লাখ টাকা! এই দেশের অফার চমকে দেবে

নিউজশর্ট ডেস্ক: পৃথিবীর বহু দেশ এখন জনসংখ্যা বৃদ্ধির সমস্যায় জর্জরিত রয়েছে। তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে জনসংখ্যা এত কম যার জন্য সেই দেশ বিরাট সংকটের সম্মুখীন। এই দেশ হল দক্ষিণ কোরিয়া(South Korea)। আর তাই জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা বুইং গ্রুপ বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে।

   

এই সংস্থা নিজেদের কর্মচারীদের যাদের সন্তান রয়েছে তাদের ৭৫,০০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৬২ লক্ষ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বুইং গ্রুপের এই সাহসী পদক্ষেপ দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।

২০২২ সালের একটি রিপোর্টে জানা গিয়েছে যে দক্ষিণ কোরিয়ার ২০২২ সালে দেশে প্রজনন হার ছিল ০.৭৮। তবে বর্তমান সময়ের পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশের প্রজনন হার ০.৬৫-এ নেমে আসতে পারে। আর তাই এই সংস্থা নিজের কর্মচারীদের বড় অংকের আর্থিক সহায়তা দিয়ে এই গুরুতর জনসংখ্যার সমস্যার হাত থেকে রক্ষা পেতে চাইছে।

Child Birth Bonus,Bangla Khobor

আরও পড়ুন: আধার কার্ড অতীত! এবার সকলকেই করতে হবে এই কার্ড, নাহলে হতে পারে সমস্যা!

সম্প্রতি কোম্পানির প্রেসিডেন্ট লি জং কিউন কর্মীদের সন্তান ধারণের জন্য এই আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। এই সংস্থা তাদের কর্মীদের প্রত্যেক সন্তানের জন্য প্রত্যেকটি পরিবারকে ১০০ মিলিয়ন কোরিয়ান ওয়ান অর্থাৎ ৭৫ হাজার মার্কিন ডলার যা ভারতের প্রায় ৬২ লক্ষ টাকার সমান এই অর্থ প্রদান করবে।

Child Birth Bonus,Bangla Khobor

ইতিমধ্যেই এই সংস্থা ২০২১ সালে ৭০ জন সন্তানের জন্মদাতা কর্মচারীদের মোট প্রায় ৪৩ কোটি টাকা বরাদ্দ করে ফেলেছে। আর এবার শুধুমাত্র আর্থিক পুরস্কার ছাড়াও তারা নতুন একটি বিকল্প নিয়ে এসেছে। যা কর্মীদের আবাসন সুবিধার ক্ষেত্রেও দেয়া হতে পারে। বলাই বাহুল্য, দেশের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য এই সংস্থার এই উদ্যোগ সামাজিকতার ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করছে।