Mutual Fund

Mutual Fund: মাত্র ৩ বছরই মালামাল করতে পারে এই মিউচুয়াল ফান্ড! আপনিও কি এখানে বিনিয়োগ করেছেন?

নিউজশর্ট ডেস্ক: মিউচুয়াল ফান্ডে(Mutual Fund) অর্থ বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তবে অনেকে মনে করেন স্টকের চেয়ে মিউচুয়াল ফান্ডে রিটার্ন অনেক কম আসে। যদিও বিগত ২ থেকে ৩ বছরে অনেক মিউচুয়াল ফান্ড অনেক অনেক বেশি রিটার্ন দিয়েছে।

কোয়ান্টস স্মল ক্যাপ ফান্ড গ্রোথ এক বছরে ৭৪.৭১ শতাংশ রিটার্ন দিয়েছে। গত তিন বছরে গড় রিটার্নের পরিমাণ ১৭২,৩৪ শতাংশ। ধরুন ২০২৩-এর এপ্রিল মাসের কোন বিনিয়োগকারী এই ফান্ডে ১০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। তাহলে আজকে এক বছরের মধ্যে তার বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১৭,৪৭১ টাকা।

আর যদি ২০২১-এর এপ্রিল মাসে কেউ এই ফান্ডে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন। তাহলে তার আজকে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৭২৩৩.৯০ টাকা।

আরও পড়ুন: Investment: শুধু ব্যাঙ্কে নয়, বিনিয়োগ করুন এই ৪ জায়গায়, মাসের রোজগার গুনে শেষ হবে না

আবার এসআইপি-তে বিনিয়োগের ক্ষেত্রে এক বছরের মধ্যে কত রিটার্ন রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানানো হলো। মানি কন্ট্রোল-এর তথ্য অনুযায়ী যদি ১ বছর আগে অর্থাৎ ২০২৩-এর এপ্রিল মাসে কেউ ১০ হাজার টাকার এসআইপি করেন তাহলে এখন তার সেই টাকার পরিমান হবে ১৬৩৩৯.৩৮ টাকা।

Mutual Fund

একইভাবে যদি তিন বছর আগে ২০২১-এর এপ্রিল মাসে অর্থ বিনিয়োগ করে থাকে তাহলে তার তিন বছরে অ্যাবসোলিউট রিটার্ন হত ৭৪.২৫ শতাংশ, বার্ষিক রিটার্নের পরিমাণ গিয়ে দাঁড়াত ৩৯.৫৭ শতাংশ। এক্ষেত্রে আপনি যদি কোয়ান্টাস স্মল ক্যাপ ফান্ড গ্রোথ-এ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে মোটা টাকা রিটার্ন আসবে। এর কারণ এই ফান্ডে ২০২৪-এর ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ইকুইটিতে ৯৪.৪৫%, ঋণে ১.১৬ শতাংশ এবং ৪.৩৭ শতাংশ অন্যান্য বিনিয়োগ উপকরণে বিনিয়োগ করেছে।

Avatar

Papiya Paul

X