নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিন, তারপরে সম্প্রচারিত হতে চলেছে জি বাংলার(Zee Bangla) নতুন সিরিয়াল ‘মিলি'(Mili)। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাত ন’টায় এই সিরিয়াল সম্প্রচারিত হবে। এতদিন পর্যন্ত ওই সময় ‘খেলনা বাড়ি'(Khelna Bari) দেখতে পেতেন দর্শকেরা। নতুন সিরিয়ালের টাইম স্লট ঘোষণা হতেই ঘুম উড়ে গিয়েছিল মিতুল ও ইন্দ্রর ভক্তদের। যদিও সিরিয়ালের নায়িকা মিতুল ওরফে আর আরাত্রিকা জানিয়েছিলেন যে খেলনা বাড়ি বন্ধ হচ্ছে না।। স্লট বদল করা হতে পারে।
সেই মতো রবিবার ‘খেলনা বাড়ি’র নতুন সম্প্রচার সময় জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি একটি জবরদস্ত প্রোমো শেয়ার করা হয়েছে। সেই প্রোমোতে দেখানো হয়েছে, মৃত্যুশয্যায় গুগলি! কে গুগলির এত বড় সর্বনাশ করেছে সেটার সন্ধান করবে মিতুল মা। এক ঘন্টার মহাপর্বে টানটান উত্তেজনা দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে রাত দশটায় সম্প্রচারিত হবে খেলনা বাড়ি। অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ হচ্ছে না খেলনা বাড়ি।
নতুন সিরিয়াল মিলির আগমনে শেষ হচ্ছে ‘মুকুট'(Mukut)। শ্রাবণী ভূঁইয়া অভিনীত এই সিরিয়াল মাত্র ছয় মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে। এর আগে শ্রাবনীর স্টার জলসার ‘মাধবীলতা’ সিরিয়াল তিন মাসের মধ্যেই বন্ধ করে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। মুকুট শুরু থেকেই টিআরপি তালিকায় নজর কাটতে পারেনি। স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সঙ্গে টক্কর দিতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে এই সিরিয়ালের। আবার রাত দশটার হরগৌরী পাইস হোটেল টিআরপি তালিকায় জনপ্রিয়তা বজায় রেখেছে।
তাই আর স্লট বদলানো নয়, একেবারে শেষ করে দেওয়া হচ্ছে মুকুট, এমনটাই খবর টেলিপাড়ার সূত্রে। ওইদিকে আবার এই মুকুট সিরিয়ালের প্রোডাকশন হাউজের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের কিছু একটা সমস্যা চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রোডাকশন হাউস ব্লুজের দুটি মেগা জগদ্ধাত্রী এবং মুকুট জি বাংলায় সম্প্রচারিত হতো। মুকুট বন্ধ হয়ে যাবে তারপরে রইল জগদ্ধাত্রী। ওইদিকে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় এক নম্বর থেকে ছিটকে চার নম্বরে পৌঁছে গিয়েছে জগদ্ধাত্রী। তাই এই সিরিয়ালও বন্ধ হতে পারে বলে গুঞ্জন উঠেছে দর্শকমহলে।